ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

টাইগারকে নিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
টাইগারকে নিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’  টাইগার শ্রফ

নামজাদা নির্মাতা করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ বলিউডে উপহার দিয়েছে তিন তারকা সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। এবার তৈরি হতে যাচ্ছে এর সিক্যুয়েল।

 

করণ টুইটারে জানান, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ নির্মাণের প্রক্রিয়া এগিয়ে চলছে। এতে প্রধান নায়ক থাকছেন টাইগার শ্রফ। আর এটি পরিচালনা করবেন পুনিত মালহোত্রা। করণ লিখেছেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা। টাইগার শ্রফকে নিয়ে পুনিত মালহোত্রা শুরু করছেন ছবিটি। ’

এর আগেই ‘হিরোপান্তি’ তারকা টাইগার জানিয়েছেন, স্ক্রিন টেস্টের জন্য করণের ডাক পেয়ে অবাক হয়েছেন তিনি। একটি সূত্র জানিয়েছিলো, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র জন্য প্রস্তাব পেয়েছেন জ্যাকি শ্রফের পুত্র। চিত্রনাট্যের পুরো বিবরণ শুনেই চুক্তিবদ্ধ হতে পারেন তিনি। এটি করণ জোহরের ছবি বলেই ২৬ বছর বয়সী এই অভিনেতা উচ্ছ্বসিত।  

শোনা গিয়েছিলো, শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার ও সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের অভিষেক হবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র মাধ্যমে। কিন্তু গুঞ্জনটি ধোপে টিকলো না। তবে এখনও জানা যায়নি টাইগারের বিপরীতে কে অভিনয় করবেন।  

করণের ঘোষণার পর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকারা টুইটারে অভিনন্দন জানিয়েছেন টাইগারকে। সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন, ‘ব্যাপারটা উত্তেজনাকর মনে হচ্ছে। ছবিটি দেখার জন্য মুখিয়ে আছি করণ জোহর। পুনিত মালহোত্রা ও টাইগারের জন্য শুভকামনা। ’ বরুণ ধাওয়ানও একই সুরে বলেন, ‘ভালো লাগছে ব্যাপারটা। শুভকামনা রইলো পুনিত ও টাইগার শ্রফ। আমি নিশ্চিত, তোমরা উড়ে বেড়ানো রঙ নিয়ে এগিয়ে যাবে। ’ 

টাইগারকে নেওয়া উচ্ছ্বসিত আলিয়া ভাট লিখেছেন, ‘দেখতে ইচ্ছে করছে এ ছবির সৌভাগ্যবতী কে? এই ফ্রাঞ্চাইজিকে এগিয়ে নিতে টাইগারের চেয়ে যুতসই আর কেউ নেই। ’

এদিকে ‘হিরোপান্তি’ ও ‘বাঘি’র পর টাইগারের তৃতীয় ছবি রেমো ডিসুজা পরিচালিত ‘অ্যা ফ্লাইং জাট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট। এতে তাকে দেখা যাবে সুপারহিরোর ভূমিকায়। তার বিপরীতে আছেন জ্যাকলিন ফার্নান্দেজ।  

* ‘অ্যা ফ্লাইং জাট’ ছবির ‘বিট পে বুটি’ গানের ভিডিও :​


* ‘অ্যা ফ্লাইং জাট’ ছবির ‘টুটা জো কাভি তারা’ গানের ভিডিও :​ 

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।