ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিওতে মনোযোগী হবো: এসডি রুবেল

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
মিউজিক ভিডিওতে মনোযোগী হবো: এসডি রুবেল এসডি রুবেল

সংগীতশিল্পী এসডি রুবেল প্রায় চার বছর পর নতুন একক অ্যালবাম বের করছেন। এটি হবে তার ৩৭তম একক অ্যালবাম।

এর নাম রাখা হয়েছে ‘অচেনা শহর’। ঈদুল আজহা উপলক্ষে অ্যালবামের পাশাপাশি মিউজিক ভিডিও ছাড়বেন তিনি। এ প্রসঙ্গে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন এসডি রুবেল।

বাংলানিউজ: ‘অচেনা শহর’ অ্যালবামটি নিয়ে বলুন।
এসডি রুবেল:
এ অ্যালবামে গান থাকছে মোট ৬টি। এগুলোতে প্রেম ও বিরহের কথা রয়েছে। একটি বাদে সব গানই আমার লেখা ও সুর করা। ‘তোমাকে দেখার পর’ গানটির গীতিকার সুমন সরকার ও সুরকার অশোক পাল। সংগীতায়োজন আমারই করা।

বাংলানিউজ: একক গানের পাশাপাশি দ্বৈত গান আছে এতে?
এসডি রুবেল:
হ্যাঁ। একটি দ্বৈত গানে আমার সঙ্গে কন্ঠ দিয়েছেন কলকাতার রিয়েলিটি শো ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন সানন্দা।

বাংলানিউজ: অ্যালবামের কোন গানটি ব্যাক্তিগতভাবে আপনার বেশি পছন্দ?
এসডি রুবেল: 
‘অচেনা শহর’ শিরোনামের গানটি বেশি পছন্দের। এজন্যই অ্যালবামের নাম রেখেছি এটা। এই গানটি মূলত একাকীত্বের প্রতীক। যেসব তরুণ প্রজন্ম পরিবার রেখে ঢাকা শহরের যান্ত্রিকতায় একা থাকেন এবং নিজেদেরকে একা মনে করেন তাদের দুঃখ অবলম্বনেই গানটি লেখা।

বাংলানিউজ: ‘বৃষ্টি ছোঁবো বলে’ অ্যালবামের পর কয়েক বছর বিরতি নিলেন।
এসডি রুবেল:
অডিও বাজারকে পাইরেসি গ্রাস করে ফেলেছিলো। এজন্যই মূলত অ্যালবাম বের করিনি। এখন অবশ্য ডিজিটাল মাধ্যমের সুবাদে পরিস্থিতি বদলেছে। তবে সংগীতাঙ্গনের বাইরে ছিলাম না। আমার ৩৭তম একক অ্যালবামের গানগুলো বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরির চেষ্টা করেছি। যেহেতু নিজের লেখা ও সুর করা এজন্য সময় লেগেছে। এর মাঝে বিভিন্ন কনসার্ট ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে গান করেছি। গান নিয়েই আমার ব্যস্ততা। গান লেখা ও সুর করা আমার একটা নেশা।

বাংলানিউজ: এখন তো সিডি বের হয় না তেমন। আপনার গানগুলো শ্রোতারা কীভাবে শুনবে?
এসডি রুবেল:
এখন সবাই অনলাইনেই গান বেশি শোনে। ইউটিউবসহ অন্যান্য মিউজিক অ্যাপসে শ্রোতারা গান শোনেন, দেখেন। এজন্যই সিডির প্রচলন কমে গেছে। আমার এই অ্যালবামের গানগুলো ঈদুল আজহার আগেই জিপি মিউজিকে প্রকাশ হবে।

বাংলানিউজ: সংগীতাঙ্গন নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
এসডি রুবেল:
শিল্পীদের সংখ্যা বেড়েছে, সঙ্গে গানও বাড়ছে। এ ছাড়া অনলাইন মিডিয়া সবসময়ই গানে গানে জমজমাট থাকছে। বলা যায় সংগীতাঙ্গনে সুবাতাস বইছে আগের কয়েক বছরের তুলনায়। তবে আমরা কতোটা মানসম্মত গান শুনছি বা পাচ্ছি সেটাই ভাববার বিষয়। নতুন প্রজন্মের কিছু শিল্পী বেশ ভালো গান করেন।  

বাংলানিউজ: মিউজিক ভিডিও নিয়ে বলুন।
এসডি রুবেল:
ঈদের আগেই একটি মিউজিক ভিডিও তৈরির ইচ্ছে আছে। ভাবছি একটি প্রেমের গান নিয়ে কাজটা করবো। পরবর্তীতে অ্যালবামের ‘অচেনা শহর’, ‘তোমাকে ভেবে’ ও ‘রূপসী কন্যা’ গানগুলোর ভিডিও তৈরি হবে। এখন থেকে গানে নিয়মিত পাওয়া যাবে আমাকে। প্রতি মাসে দুটি করে গান করে ইউটিউবে প্রকাশ করবো। সঙ্গে মিউজিক ভিডিওর প্রতিও মনোযোগী হবো। কারণ এখন সবাই শোনার সঙ্গে সঙ্গে দেখতেও পছন্দ করেন। গানের পাশাপাশি অভিনয় করতেও ভালো লাগে আমার।

বাংলানিউজ: আপনি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। নতুন কোনো ছবিতে কাজের সম্ভাবনা আছে?
এসডি রুবেল:
স্বপন চৌধুরী পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি ছবিতে অভিনয় করবো। সেপ্টেম্বর থেকে এর কাজ শুরু হবে। গল্পটা ভালো। প্রথম ছবিতে অভিনয়ের পর বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছি। কিন্তু সামাজিক মূল্যবোধ নির্ভর কাজ করতে ভালো লাগে আমার। গানের ক্ষেত্রেও দেশাত্মবোধসহ সামাজিক অবক্ষয়মূলক কথা তুলে ধরেছি।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।