ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

ফরাসি প্রতিষ্ঠানের সৌন্দর্য উপদেষ্টা মোনালিসা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
ফরাসি প্রতিষ্ঠানের সৌন্দর্য উপদেষ্টা মোনালিসা মোনালিসা

মডেল-অভিনেত্রী মোনালিসা সম্প্রতি কিছুদিন দেশে থেকে আবার পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। মঙ্গলবার (১৬ আগস্ট) উচ্ছ্বাস নিয়ে নতুন একটি খবর দিলেন তিনি।

প্রসাধনী ও সুগন্ধিসহ নারীদের নিত্যব্যবহার্য পণ্যের বিখ্যাত ফরাসি ব্র্যান্ড সেফোরার সৌন্দর্য উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন মোনালিসা। এ পদের মূল দায়িত্ব হলো বিক্রয় লক্ষ্য পূরণের সময় গ্রাহক সেবা প্রদান ও তাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা। এর অংশ হিসেবে গ্রাহকদের মধ্যে প্রসাধন এবং ত্বকের যত্ন তুলে ধরার দায়িত্ব পালন করবেন তিনি।

পরিবার, বন্ধু, ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে মোনালিসা লিখেছেন, ‘নতুন দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। রঙ ও নানান ব্র্যান্ড নিয়ে কাজ করার সুযোগ এসেছে। কি দারুণ! জীবনে অভিজ্ঞতা থেকে অনেক কিছু অর্জন করেছি। পথ চলতে চলতে অসাধারণ কিছু মানুষের দেখা পেয়েছি যারা সত্যিকার অর্থেই উৎসাহব্যঞ্জক ও পরিণত। তাদের সান্নিধ্য আমার সামর্থ্য ও শিল্পদক্ষতাকে পরিণত করেছে। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আমি উচ্ছ্বসিত। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে মুখিয়ে আছি। ’

সেফোরা হলো ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ফরাসি প্রসাধনী প্রতিষ্ঠান। রূপসজ্জা, ত্বকের যত্ন, শরীর, সুগন্ধি, নখের রঙ ও চুলের যত্নের প্রায় ৩০০টি ব্র্যান্ড রয়েছে তাদের।

প্রায় চার বছর পর কিছুদিন আগে দেশে ফিরেছিলেন মোনালিসা। এবার বেশকিছু নাটক এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।