ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

পিতৃত্ব বদলে দিয়েছে আমিরের জীবন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
পিতৃত্ব বদলে দিয়েছে আমিরের জীবন আমির খান

পিতৃত্ব বা মাতৃত্ব একজন মানুষের জীবনকে পাল্টে দেয় এমনটাই দাবি করেছেন বলিউড সুপারস্টার আমির খান। ঠিক তেমনই পিতৃত্ব নাকি তার জীবনে এনে দিয়েছে পরিবর্তন।

এ বিষয়ে ৫১ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আপনার জীবনে একটি সন্তান থাকা মানে সেটি অনেক আনন্দের। এটি এমন একটি জিনিস যা আপনার জীবনকে বদলে দিবে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন মা সবসময় একটি কথা বলতেন। তুমি যখন বাবা হবে তখন এর অনুভূতি বুঝতে পারবে। ’

‘ধুম থ্রি’খ্যাত এই তারকা আরও বলেন, ‘আমার প্রথম সন্তান জুনায়েদের জন্ম জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা সন্তান নিতে অক্ষম। ’ সম্প্রতি জশলোক হাসপাতালের আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন আমির খান।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।