ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

তৌকীরের ছবির প্রশংসায় পঞ্চমুখ সুবর্ণা

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
তৌকীরের ছবির প্রশংসায় পঞ্চমুখ সুবর্ণা সুবর্ণা মুস্তাফা ও তৌকীর আহমেদ

অভিনেতা পরিচয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও তৌকীর আহমেদের সুনাম আছে। তার এই দিকটির মুন্সিয়ানার তারিফ করলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় তৌকীর আহমেদ পরিচালিত চতুর্থ ছবি ‘অজ্ঞাতনামা’র প্রিমিয়ার। এখানে অতিথি হিসেবে এটি দেখেছেন সুবর্ণা। প্রিমিয়ার শেষে বাংলানিউজের সঙ্গে কথা বলেন তিনি।

‘অজ্ঞাতনামা’কে অবসাদ দূর করে এমন একটা ছবি হিসেবে উল্লেখ করেছেন সুবর্ণা। তার কথায়, ‘খুব সময়োপযোগী ছবি এটি। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। ধর্ম, বর্ণ, গোত্রের বাইরে গিয়ে মানবিকতা যে সবচেয়ে বড় ব্যাপার, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে শক্তিশালী দিক এ ছবির। এ ধরনের বক্তব্যধর্মী কাজ খুব প্রয়োজন এ সময়ে। ’

তৌকীরের প্রশংসায় পঞ্চমুখ সুবর্ণা বলেন, ‘ওর নির্মাণশৈলী অসাধারণ। ওর নির্মাণে গতি আছে। ’ তিনি মনে করেন, পরিচালক হিসেবে তৌকীরের উত্তরণ হয়েছে। তার ভাষ্য, “প্রথম ছবি থেকেই দক্ষতার প্রমাণ দিয়েছে ও। ‘জয়যাত্রা’ দেখে তৌকীরকে বলেছিলামও, সেই সময়ে এটাই সম্পূর্ণরূপে সিনেমা মনে হয়েছে আমার। ও সত্যিই ভালো পরিচালক। ”  

‘অজ্ঞাতনামা’র বিষয়বস্তু বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপন। তাদের মধ্যে গলাকাটা পাসপোর্টে সংযুক্ত আরব আমিরাতের আজমানে যাওয়া নিম্নবিত্ত পরিবারের তরুণ আসিরউদ্দিন প্রামাণিকের মৃত্যুকে ঘিরেই এগোয় কাহিনি। তার পরিবর্তে আরেকজনের লাশ বাংলাদেশে চলে আসে। কফিন খোলার আগ পর্যন্ত সবাই ধরে নেয় এটাই তার মরদেহ। কিন্তু পরে দেখা যায় অন্য দেশের এক নাগরিকের লাশ! আসিরের লাশ চলে গেছে অন্য কোথাও। মানবিকতার কথা ভেবে অচেনা অজ্ঞাতনামা মানুষটির সৎকারের সিদ্ধান্ত নেন আসিরের বাবা।

‘অজ্ঞাতনামা’র অভিনয়শিল্পীদের প্রশংসাও ঝরলো সুবর্ণার কণ্ঠে। তার মন্তব্য- ‘প্রত্যেকেই দারুণ অভিনয় করেছেন। ফজলুর রহমান বাবু তো অতুলনীয়। তিনি ফুল মার্কস পাবেন। শতাব্দী ওয়াদুদ চমৎকার। শাহেদ আলী সুজনও ভালো কাজ করেছে। ’

প্রিমিয়ারে অতিথিদের মধ্যে আরও ছিলেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ও তার স্ত্রী তাজিন হালিম, নির্মাতা বদরুল আনাম সৌদ, তৌকীরের স্ত্রী অভিনেত্রী, লেখক, চিত্রশিল্পী বিপাশা হায়াত, আবুল হায়াতের আরেক কন্যা নাতাশা হায়াত প্রমুখ।

গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে ‘অজ্ঞাতনামা’। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ছবিটি আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, আনন্দ, ময়মনসিংহের পূরবী, যশোরের মাধবী ও মধুপুরের মাধবীতে। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।

মঞ্চনাটক হিসেবে ‘অজ্ঞাতনামা’ লিখেছিলেন তৌকীর আহমেদ। গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি ছবিটির জন্য দুটি গানও লিখেছেন তিনি। এগুলো গেয়েছেন রোকন ইমন, পিন্টু ঘোষ ও সুকন্যা ঘোষ। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

* ‘অজ্ঞাতনামা ভালো লাগলে বন্ধুকেও দেখতে বলুন’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।