ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম করছেন ক্যাটরিনা-আদিত্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
প্রেম করছেন ক্যাটরিনা-আদিত্য আদিত্য রয় কাপুর ও ক্যাটরিনা কাইফ

‘ফিতুর’ ছবির জুটি ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর বলিউডের নতুন কপোত-কপোতি। নতুন গুঞ্জন অনুযায়ী, একে অপরকে ভালো লাগতে শুরু করেছে তাদের।

‘ফিতুর’ ছবির দৃশ্যায়ন চলাকালে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। তবে ‘ড্রিম টিম ট্যুর’ তাদের বন্ধুত্বকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে করণ জোহর আয়োজিত কনসার্টে একসঙ্গে অংশ নিয়েই মূলত ক্যাটরিনা-আদিত্যর প্রেম জেগে উঠেছে! তাদেরকে ঘিরে তাই মুখরোচক নানান কথা শোনা যাচ্ছে। ‘ড্রিম টিম ট্যুর’ এই প্রেমের পালে হাওয়া লাগিয়েছে। তারা এখন একে অপরের সান্নিধ্যে থাকছেন।  

গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রে শুরু হয় ‘ড্রিম টিম ট্যুর’। এতে ক্যাটরিনা ও আদিত্যর পাশাপাশি অংশ নিচ্ছেন বলিউড তারকা আলিয়া ভাট, পরিণীতি চোপড়া, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা। নিউইয়র্ক, সান জোস, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও হাউস্টনে কনসার্ট করেছেন তারা। আগামী ১৯ আগস্ট নিউইয়র্কে এটি শেষ হবে। প্রেম হওয়ার জন্য এক সপ্তাহ অনেক সময়।  

‘ড্রিম টিম ট্যুর’-এ অংশ নেওয়ার জন্য গানের তালে নাচের মহড়া ও মঞ্চ পরিবেশনায় অংশ নিতে গিয়ে একসঙ্গেই সময় কাটানো হচ্ছে ক্যাটরিনা ও আদিত্যর। মঞ্চে তাদের দারুণ রসায়ন বাস্তবেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এই ট্যুরে তারা আলাদা হচ্ছেন না মোটেই।  

আদিত্যর সঙ্গে অভিষেক কাপুর পরিচালিত ‘ফিতুর’ ছবির কাজ চলাকালীন অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের সম্পর্কের পাট চুকে যায়। তবে রণবীর-ক্যাটরিনার দূরত্ব মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন ‘আশিকি টু’ তারকা আদিত্য। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়েছে। রণবীর-ক্যাটরিনা ছাড়াছাড়ির সিদ্ধান্তে অটল ছিলেন। অথচ সেই আদিত্যই এখন ক্যাটরিনার খুব কাছাকাছি চলে এলেন!

সম্প্রতি ছড়িয়ে পড়া রণবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগার জল্পনা মিথ্যা হলো। রণবীরের সঙ্গে ক্যাটরিনার প্রেম ছিলো, তেমনি আদিত্য গভীর ভালোবাসায় জড়িয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে। কিন্তু অজানা কিছু কারণে তাদের মধ্যেও ছাড়াছাড়ি হয়েছে। আশা করা হচ্ছে, ক্যাটরিনা ও আদিত্যর সম্পর্ক অনেকদূর যাবে ও তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।