ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

কাজলকে ‘দাবাং থ্রি’র ভিলেন হওয়ার প্রস্তাব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
কাজলকে ‘দাবাং থ্রি’র ভিলেন হওয়ার প্রস্তাব কাজল

সুপারস্টার সালমান খানের ‘দাবাং থ্রি’ ধীরে ধীরে সব আলোচনা কেড়ে নিচ্ছে। কারণ এটি হলো তার ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজি ‘দাবাং’-এর তৃতীয় কিস্তি।

সঙ্গে যোগ হয়েছে প্রথম দুই ছবির নায়িকা সোনাক্ষী সিনহার থাকা-না থাকার গুঞ্জন। নতুন কিস্তিতে তিনি থাকছেন আবার থাকছেন না।  

আসলে নির্মাতারা সোনাক্ষীকে না নেওয়ার পক্ষপাতী। বলিউডের ‘সুলতান’-এর সঙ্গে কথায় বা আচরণে টেক্কা দিতে গেলে এমন পরিণতি হওয়া অস্বাভাবিক কিছু না। এ কারণে তার বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  

এদিকে শোনা যাচ্ছে, ‘দাবাং থ্রি’তে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী কাজলকে। গত বছরের ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত  ‘দিলওয়ালে’র পর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। সম্প্রতি ‘দাবাং’-এর পরিচালক আরবাজ খান তাকে খলচরিত্রে কাজের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ৪২ বছর বয়সী এই অভিনেত্রী তা ফিরিয়ে দিয়েছেন।

একটি সূত্র ভারতের সংবাদমাধ্যমকে জানায়, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ছবিও ফিরিয়ে দেওয়ার কৌশল ভালোই জানেন কাজল। ওই ছবির নায়ক আমির খানের মতো সমান শক্তিশালী চরিত্র হতে হবে জানিয়ে তিনি থমকে দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানিকে।  
 
এবার ‘দাবাং থ্রি’র প্রস্তাব ফিরিয়ে দিলেন কাজল। কারণ এর প্রধান নায়ক সালমানের মতো মজবুত চরিত্র চান ৪২ বছর বয়সী এই অভিনেত্রী। জানা গেছে, তিনি আরবাজকে এ-ও বলেছেন- এ ছবিতে দুই খান থাকতে পারে না! তবে আরবাজের মুখে শোনা গেলো অন্য সুর। গুজবটি অস্বীকার করে তিনি বলেন, ‘এটা সত্যি নয়। বাজে খবর। ’

ক্যারিয়ারে বলিউডের খান সাম্রাজ্যের ত্রয়ী আমির, শাহরুখ ও সালমানের সঙ্গে অভিনয় করেছেন কাজল। সালমানের সঙ্গে তাকে সবশেষ দেখা গেছে ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে। এতে স্বল্প উপস্থিতির চরিত্রে অভিনয় করেন সল্লু। কাজলের বিপরীতে মূল নায়ক ছিলেন শাহরুখ।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।