ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে মুখ খুললেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ক্যাটরিনার সঙ্গে ছাড়াছাড়ি নিয়ে মুখ খুললেন রণবীর ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ দীর্ঘ ছয় বছর প্রেমের পর ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়ে তাদের অসংখ্য ভক্তের মন ভেঙেছেন। এরপর আর এ নিয়ে দু'জনের কেউই কথা বলেননি।

সাংবাদিকরা প্রশ্ন করলেও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাছাড়া তারা একে অপরকে এড়িয়েও গেছেন।  

সম্পর্কের পাট চুকিয়ে ফেলার কয়েক মাস পর অবশেষে এ নিয়ে মুখ খুললেন রণবীর। ভারতের সংবাদনির্ভর একটি টিভি চ্যানেলের স্বল্পদৈর্ঘ্যের প্রোমোতে ক্যাটরিনার সঙ্গে বহুল আলোচিত ছাড়াছাড়ি নিয়ে কথা বলতে দেখা গেলো তাকে।  

প্রোমোতে রণবীরকে সম্পর্কের ভাঙন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই ঘটনা সত্যিকার অর্থেই অনেক কিছুর মাধ্যমে খোঁচা খেয়েছে। ভিত্তিহীন গুজব, মুখরোচক খবর, অনুমান এবং দৃষ্টিকোণ।  

ছাড়াছাড়ি ও এ সম্পর্কিত প্রকাশিত খবরাখবরের মধ্যে উতরে ওঠা যে রণবীরের জন্য কঠিন ছিলো তা এই মন্তব্যে বোঝা যাচ্ছে। তাকে এ নিয়েও প্রশ্ন করা হয়। উত্তরে ৩৩ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এটা যন্ত্রণাদায়ক কারণ মা-বাবার পরে ওকেই মনে করতাম আমার জীবনের সবচেয়ে প্রভাবশালী ও প্রেরণাদায়ক সত্তা। ’

রণবীরের মুখে এমন মন্তব্য শুনে ক্যাটরিনার প্রতিক্রিয়া কেমন হচ্ছে তা নিয়ে জল্পনা চলছে। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর চোখের কোণে নিশ্চয়ই কিঞ্চিৎ জল জমা হয়েছে। হওয়াটা স্বাভাবিক, ভালোবাসা বলে কথা!

এদিকে ছাড়াছাড়ি হলেও রণবীর ও ক্যাটরিনা পেশাদারিত্ব দেখিয়ে একসঙ্গে অভিনয় করছেন ‘জাগ্গা জাসুস’ ছবিতে। পরিচালনা করছেন অনুরাগ বসু। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ৭ এপ্রিল।  

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।