ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ছিনতাইয়ের শিকার শবনম ফারিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ছিনতাইয়ের শিকার শবনম ফারিয়া শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন (আইফোন সিক্স এস) কেড়ে নিয়েছে।

এ কারণে মন খারাপ তার।

বুধবার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শবনম নিজস্ব প্রাইভেট কারে উত্তরার এয়ারপোর্ট রোড পার হচ্ছিলেন। এ সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। গাড়ির গতি কম থাকায় ছিনতাইকারীরা গাড়ির ভেতর হাত ঢুকিয়ে ফোনটি কেড়ে নিয়ে চম্পট দেয়।  

শবনম দুঃখজনক এ ঘটনাটি ভাগাভাগি করেছেন ভক্তদের সঙ্গে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘নিজের টাকায় কেনা ছিলো ফোনটি। ৬০-৬৫ হাজার টাকা আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যথেষ্ট বড় অংকও বটে। একটু মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জেএমএস/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।