ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার ক্যারিয়ারের সবচেয়ে বড় আফসোস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
দীপিকার ক্যারিয়ারের সবচেয়ে বড় আফসোস দীপিকা পাড়ুকোন

সারাবিশ্বই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নতুন প্রজন্মের তারকা হিসেবে চেনে। তাই তার দিকেই এখন সব আলো।

অথচ অভিনেত্রী হিসেবে নিজেকে এখনও পরিপূর্ণ মনে করেন না ৩০ বছর বয়সী এই তারকা।

সম্প্রতি ক্যারিয়ারের সবচেয়ে বড় আফসোসের কথা জানালেন দীপিকা। ফিল্মফেয়ার ম্যাগাজিনকে ‘বাজিরাও মাস্তানি’ তারকা বলেন, ‘যদি যশজির (যশ চোপড়া) সঙ্গে কাজ করতে পারতাম! আমাকে তিনি স্নেহ করতেন। আমিও তাকে শ্রদ্ধা করতাম। ’

এদিকে দীপিকা সামনে অভিনয় করবেন সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’তে। এ ছাড়া তার অভিনীত হলিউডের ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে আগামী বছরের ২০ জানুয়ারি।

শাহরুখ খানের হাত ধরে ২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগতার পুরস্কারটি ঘরে তোলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

‘লাভ আজকাল’, ‘বাচনা এ হাসিনো’, ‘লাফাঙ্গে পারিন্দে’, ‘হাউজফুল’, ‘ককটেল’, ‘রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবিগুলো দীপিকাকে নিয়ে এসেছে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।