ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

মৌসুমীর নায়ক নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
মৌসুমীর নায়ক নাঈম মৌসুমী ও নাঈম, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এফএস নাঈম দাঁড়িয়ে আছেন তার নিজের গাড়ির সামনে। অন্য গাড়ি থেকে নেমে তার সামনে এসে দাঁড়ালেন চিত্রনায়িকা মৌসুমী।

তাকে দেখে নাঈম তো অবাক! শুরু হলো তাদের কথোপকথন :

নাঈম- ‘তুমি? তুমি আসবে আমি ভাবতে পারিনি!’
মৌসুমী- ‘আমরা যা ভাবি তা কি সবসময় হয়? কি বলবে বলো...’
নাঈম- ‘আমি সরি। তোমাকে আসলে আমি মিথ্যা বলেছি। আমি বিবাহিত না। আমার প্রতি মুহূর্তে তোমাকে চেয়েছি। ’

নাঈমের কথা শুনে মৌসুমী কেঁদে দিলেন। চোখে জল নিয়ে তিনি বললেন, ‘আমিও তো তোমাকেই চাই। আমিও মিথ্যে বলেছি। আমিও বিবাহিত না। আমিও তোমাকেই চাই। ’
নাঈম- ‘চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। ’ কথাটা শুনে এবার মৌসুমীর চোখে জড়ো হলো আনন্দ অশ্রু।

‘দ্য রেসিপি অব লাভ’ নামের একটি নাটকের সংলাপ এগুলো। এতে মৌসুমীকে দেখা যাবে রাঁধুনির ভূমিকায়। এফএস নাঈমকে দেখা যাবে ব্যবসায়ীর চরিত্রে। এবারই প্রথম একসঙ্গে অভিনয় করছেন তারা।

এ প্রসঙ্গে মৌসুমী বাংলানিউজকে বলেন, ‘শুরু থেকে অনেকের সঙ্গে কাজ করেছি। এখন সহশিল্পী হিসেবে নবীনদের পাচ্ছি। তারা ভালো কাজ করছে। এই নাটকে নাঈম আর আমি প্রথম একসঙ্গে কাজ করছি, পরিচালকও নতুন। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার। ’

নাটকটি পরিচালনা করছেন ফাহমিদা প্রেমা। তিনি বাংলানিউজকে বলেন, ‘এটি আমার দ্বিতীয় নাটক। মৌসুমী আপুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। বলতে গেলে আমি আপুর শিষ্য। নতুন নতুন অনেক অভিজ্ঞতা হচ্ছে। আরও হবে। ’

নাঈম বলেছেন, ‘এ নাটকে আমার নিজের গাড়িই ব্যবহার করেছি। আমি আর নাদিয়া সবসময় এটাতে চড়েই যাতায়াত করি। আমরা উভয়ে মৌসুমী আপুর ভক্ত। তার সঙ্গে কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত। ’

প্রেমিক-প্রেমিকার একে অপরকে প্রত্যাখান ও আবার ফিরে আসা নিয়েই ‘দ্য রেসিপি অব লাভ’-এর গল্প। এটি লিখেছেন রাশেদ এইচ চৌধুরী। নাটকটি তৈরি হচ্ছে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।