ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কাজের ফাঁকে গাইলেন মৌসুমী ও নাঈম (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
কাজের ফাঁকে গাইলেন মৌসুমী ও নাঈম (ভিডিও) নাঈম ও মৌসুমী- ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়িকা মৌসুমী ভালো গান করেন। তার গাওয়া গানের অ্যালবামও আছে বাজারে।

ছোট পর্দার অভিনয়শিল্পী নাঈমও গাইতে পারেন ভালো। দু’জনের কাছেই গান ভালোলাগার বিষয়। তাই একসঙ্গে অভিনয় করতে গিয়ে গানের প্রতি নিজেদের ভালোলাগার কথা জানালেন তারা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি জায়গায় ফাহমিদা প্রেমার পরিচালনায় ‘দ্য রেসিপি অব লাভ’ নামের একটি নাটকে অভিনয় করেন মৌসুমী ও নাঈম। এটাই একসঙ্গে তাদের প্রথম কাজ।

অনেকের মতো নাঈমও মৌসুমীর ভক্ত, সেই ‘কেয়ামত থেকে কেয়ামত’ থেকে। ওই ছবির ‘ও আমার বন্ধুগো চিরসাথী পথচলার’ গানটির প্রতি ভালোলাগার কথা মৌসুমীকে জানিয়েছেন নাঈম। একটি দৃশ্যের কাজ শেষে তিনি বলেন, ‘আড্ডায় গিটার বাজিয়ে অনেকবার গেয়েছি এটা। এর মধ্যে কোথায় যেন ভালোবাসার শক্তি আছে!’

এরপরই নাঈম গাইতে শুরু করেন, ‘তুমি আমারই হায় বলবো শতবার...। ’ মৌসুমীও তখন গলা মেলান। দু’জনে মিলে গেয়েছেন, ‘ও আমার বন্ধুগো চিরসাথী পথচলার/তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ’

গানের শেষে মৌসুমীকে নাঈম প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বিভিন্ন সময় পর্দায় গাইতে হয়। এবার গিটার নিয়ে কোথাও গাইতে হলে ছবির গান গাইবো সব। অনেক জোশ গান আছে আমাদের চলচ্চিত্রে। ’ মৌসুমীও একমত পোষণ করেন বলেন, ‘সত্যি অনেক মজার মজার গান আছে। ’

* বাংলানিউজের ক্যামেরায় মৌসুমী ও নাঈমের দ্বৈত গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।