ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

তারকার তিন ইচ্ছে

মা বেঁচে থাকুক সারাজীবন : জোভান

তৃণা শর্মা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
মা বেঁচে থাকুক সারাজীবন : জোভান জোভান-ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আলাদিনের জাদুর চেরাগ ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দৈত্য বেরিয়ে এসে তিনটি ইচ্ছাপূরণের প্রতিশ্রুতি দিয়ে বলে- ‘হুকুম করুন, হুজুর’। তারকারাও যদি সেই চেরাগ পান তাহলে কোন তিনটি ইচ্ছে পূরণ করতে চাইবেন? বাংলানিউজের নিয়মিত আয়োজন ‘তারকার তিন ইচ্ছে’ বিভাগে তারা জানাচ্ছেন সেকথা।

আজ বলেছেন মডেল-অভিনেতা জোভান।

ইউরোপ ভ্রমণ
ঘুরে বেড়ানো আমার শখ। বিভিন্ন দেশ, সেই দেশের সংস্কৃতি সবকিছু জানতে চাই। বিশেষ করে ইউরোপ সম্পর্কে জানার আগ্রহটা অনেক বেশি। তাই ইউরোপের পুরোটা ঘুরে দেখতে চাই।

বাণিজ্যিক ও অন্য ধরনের ছবি সমান সাফল্য
এখন অনেকের মুখে শুনি, যৌথ প্রযোজনার ছবি ছাড়া মানসম্পন্ন কাজ হয় না বড় পর্দায়। আগে তো অবস্থা এমন ছিলো না। তখন বাণিজ্যিক ও অন্য ধরনের ছবি সমান সফল হতো। সব ধরনের চলচ্চিত্র সবশ্রেণীর দর্শক দেখবে, এটা আমার আরেকটা প্রত্যাশা। তারা বাণিজ্যিক ছবির পাশাপাশি এগুলো দেখলে চলচ্চিত্রের অবস্থা আরও সুদৃঢ় হবে।  

মা হোক অমর
বাবা দেশের বাইরে থাকার কারণে তার সঙ্গে সময় কাটানো হয় খুব কম। আমার সবকিছু জুড়ে আছেন শুধু মা। আমি চাই, মা যেন সারাজীবন বেঁচে থাকেন আমার জীবনে।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।