ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘ধুম ফোর’-এর ভিলেন শাহরুখ, পুলিশ রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
‘ধুম ফোর’-এর ভিলেন শাহরুখ, পুলিশ রণবীর শাহরুখ খান ও রণবীর সিং

নিঃসন্দেহে এটি চলতি মৌসুমের সবচেয়ে বড় খবর। বলিউডের ব্লকবাস্টার ফ্রাঞ্চাইজির মধ্যে অন্যতম ‘ধুম’ আবার খবরের শিরোনামে।

এতোদিন শোনা গিয়েছিলো ‘ধুম ফোর’ ছবিতে খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে সুপারস্টার সালমান খানকে। কিন্তু পর্দায় ভিলেন হতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে তা ফিরিয়ে দিয়েছেন তিনি।

এবার গুঞ্জন উঠেছে, ‘ধুম’-এর চতুর্থ কিস্তিতে খলচরিত্রে খুব সম্ভবত নেওয়া হচ্ছে শাহরুখ খানকে। চমক আরও আছে। হালের ক্রেজ রণবীর সিংকে দেখা যেতে পারে পুলিশ কর্মকর্তা জয় দীক্ষিতের চরিত্রে। আগের তিনটি ছবিতে এ ভূমিকায় দেখা গেছে অভিষেক বচ্চনকে। তবে আলি চরিত্রে এবারও থাকছেন উদয় চোপড়া।

শোনা যাচ্ছে, এবারের ছবির খলচরিত্রটি অপরাধ জগতের ডনের মতো।   ‘ডন’ ও ‘ডন টু’তে একই রকম চরিত্রে পর্দায় হাজির হয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। ফলে এ ধরনের চরিত্র আবার ফুটিয়ে তোলা তার জন্য সহজ ব্যাপারই হবে।

শাহরুখ ও রণবীরের পারিশ্রমিক, সময় ও অন্য সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই ‘ধুম ফোর’-এর জন্য চুক্তিবদ্ধ হবেন তারা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।