ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের পর ‘আয়নাবাজি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ঈদের পর ‘আয়নাবাজি’ ‘আয়নাবাজি’ ছবির দৃশ্যে চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা

চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিলো অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। কিন্তু বর্ষা মৌসুম ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে প্রযোজকরা পিছিয়ে এসেছেন।

জানা গেছে, ঈদুল আজহার পর দেশব্যাপী মুক্তি পাবে ‘আয়নাবাজি’। দর্শকেদের প্রতীক্ষা ও প্রত্যাশার কথা মাথায় রেখে আসন্ন সপ্তাহ থেকে এর প্রচারাভিযান শুরু হচ্ছে। ছবিটির সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী ও কলাকুশলীরা এতে অংশ নেবেন।

পরিচালক অমিতাভ রেজা বলেছেন, ‘দেশের সবশ্রেণীর মানুষের সৃজনশীল বিনোদনের জন্য ছবিটি বানানো হয়েছে। এটি দর্শকদের বিনোদন চাহিদার খোরাক মিটিয়ে তাদের মন জয় করতে সক্ষম হবে আশা করি। ’  

বাংলাদেশে চিত্রায়িত ‘আয়নাবাজি’ গত মে মাসে ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নিয়েছে। এখানে ছিলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, প্রযোজক গাউসুল আলম শাওন ও আদিল।

‘আয়নাবাজি’ ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।