ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

একাকী মা কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
একাকী মা কাজল কাজল

২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। এবার একাকী মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এটি হতে যাচ্ছে ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর চ্যালেঞ্জিং চরিত্রগুলোর মধ্যে অন্যতম।

গল্পে আট বছর বয়সী কন্যাসন্তানের মা হিসেবে থাকছেন কাজল। স্বামী চলে যাওয়ার পর সন্তানকে নিয়ে বেঁচে থাকতে অনেক কষ্ট করতে হয় তাকে। সন্তানকে একাই লালন-পালনের জন্য একজন মায়ের মনের জোর ও দৃঢ়তা দেখানো হবে এই গল্পে। মেয়ের কলেজে যাওয়ার আগ পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকে আট বছর।

শোনা যাচ্ছে, নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে কাজলের স্বামী অজয় দেবগণও অভিনয় করবেন। কারণ চলতি বছরের শেষ নাগাদ তারা একসঙ্গে কাজ করতে পারেন বলে আভাস দিয়েছেন অজয়। এ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে বিজ্ঞাপন নির্মাতা রাকেশ সাথির। তিনি কাজলের সহপাঠী ছিলেন।

কাজলকে সবশেষ রোহিত শেঠির পরিচালনায় ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে অজয় দেবগন পরিচালিত ও অভিনীত ‘শিবায়’ মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।