ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

মমর বোকা প্রেমিক ইমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
মমর বোকা প্রেমিক ইমন ‘বোকারাই প্রেমে পড়ে’ নাটকের দৃশ্যে ইমন ও জাকিয়া বারী মম

প্রেমে পড়লে নাকি মানুষ বোকা হয়ে যায়। কারণ বোকারা কোনো স্বার্থ বোঝে না।

তাই ভালোবাসার মানুষকে ভালোবাসতে হয় বোকার মতো। এই প্রতিপাদ্য নিয়ে তৈরি হলো একক নাটক ‘বোকারাই প্রেমে পড়ে’।

গল্পে প্রেমিকার ভূমিকায় আছেন জাকিয়া বারী মম। বোকা প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন ইমন। তিনি বলেন, ‘আমার প্রথম ছবি ‘দারুচিনি দ্বীপ’-এ মম ছিলো। আমাদের উভয়ের পথচলা শুরু হয়েছিলো বলা যায় একসঙ্গেই। নাটকে আমরা এর আগে কেবল একটি কাজই করেছি। এ নিয়ে সংখ্যাটা দাঁড়ালো দুইয়ে। ’

নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পী। তিনি উল্লেখ করেছেন, গল্পটি শুধুই বোকা ছেলের প্রেম নয়। এখানে হাস্যরসের মধ্য দিয়ে নিঃস্বার্থ ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে।

উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। এটি লিখেছেন রিয়াজুল আলম শাওন। এতে আরও অভিনয় করেছেন সাবিহা জামান, আনন্দ খালেদ, কাজী উজ্জ্বল, গোলাম রাব্বানী মিন্টু প্রমুখ। এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময় : ১৩১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।