ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

সালমানের জন্য গাইছেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
সালমানের জন্য গাইছেন অরিজিৎ সিং সালমান খান ও অরিজিৎ সিং

বলিউড সুপারস্টার সালমান খান ও কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের মধ্যকার  ঠাণ্ডা যুদ্ধ নিয়ে ছড়ানো অপ্রীতিকর গুঞ্জন ও জল্পনার অবসান হলো।

সালমানের ‘সুলতান’-এর ‘জাগ ঘুমেয়া’ এবং দুই বছর আগে ‘কিক’ ছবির একটি গানে অরিজিৎ কণ্ঠ দেওয়ার পরও সেগুলো বাদ দেওয়া হয়।

এ কারণে ভাবা হচ্ছিলো, খান দরবার থেকে চিরদিনের জন্য বিতাড়িত হলেন ২৯ বছর বয়সী এই গায়ক।

তবে এখন সালমানের নতুন ছবি কবির খান পরিচালিত ‘টিউবলাইট’-এর জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। খবরটির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, “হ্যাঁ, আমি ‘টিউবলাইট’-এর জন্য গাইছি। সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আমি নাকি সালমান খানের জন্য কখনও গাইবো না। এরকম নিরর্থক আর অহংকারী মন্তব্য করার আমি কে? আমি সবসময় তার ভক্ত ছিলাম, আছি, থাকবো। ”

কয়েক বছর আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার কাছে ফেসবুকে ক্ষমা চেয়ে অরিজিৎ একটি স্ট্যাটাস দেওয়ার পর তাদের মধ্যে শীতল লড়াইয়ের বিষয়টি সামনে আসে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।