ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

মঞ্চে আব্দুল্লাহ আল মামুনের লেখা নতুন নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
মঞ্চে আব্দুল্লাহ আল মামুনের লেখা নতুন নাটক আবদুল্লাহ আল মামুন

প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা  আবদুল্লাহ আল মামুনের ৮ম প্রয়াণ দিবস উপলক্ষে মঞ্চস্থ হবে তার লেখা একটি নতুন নাটক। ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দর্শক এটি উপভোগ করতে পারবেন।

 

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় জানান, নাট্যদল নাট্যম রেপার্টরী আবদুল্লাহ আল মামুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লেখা ‘চারদিকে যুদ্ধ’ নামের নাটকটি মঞ্চস্থ করবে। এদিন নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শুভাশীষ দত্ত তন্ময়, মুহাম্মদ কায়সার রিফাত,  উত্তম চক্রবর্তী, অমিতাভ রাজীব, কুদরত কমল, কামরুজ্জামান মিঠু, সোহানুর রহমান সোহাগ, নিবির রহমান, তারক নাথ দাস, মোস্তফা কামাল মুরাদ, শাহাদাত হোসেন শাহেদ, লিটা খান, তাহমিনা খাতুন প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনায় আছেন জুনায়েদ ইউসুফ, আলোক পরিকল্পনায় মোখলেছুর রহমান ও সংগীত পরিকল্পনায় তারক নাথ দাস।

এদিকে নাটক মঞ্চায়নের আগে আবদুল্লাহ আল মামুন স্মরণে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও গোলাম সারোয়ার।  অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।