ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে আট উপস্থাপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
একসঙ্গে আট উপস্থাপিকা

ছোট পর্দার বিভিন্ন প্রজন্মের আট উপস্থাপিকা একত্র হলেন। তারা হলেন- শারমিন লাকী, রুমানা মালিক মুনমুন, তানিয়া হোসাইন, নোভা, সামিয়া আফরিন, আমব্রিন, মাসুমা রহমান নাবিলা ও মারিয়া নূর।

সরাসরি কিংবা ধারণকৃত আলাপচারিতা, গান ও খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে তাদেরকে দেখা যায় সঞ্চালক হিসেবে।

আট উপস্থাপিকার অংশগ্রহণে তৈরি হলো ‘টিম পয়েন্ট’ নামের একটি কুইজ শো অনুষ্ঠান। তাদের মধ্যে উপস্থাপিকা-অভিনেত্রী নোভা প্রথমবার এ ধরনের অনুষ্ঠানে অংশ নিলেন। বাকি সাতজনকে হারিয়ে তিনিই হয়েছেন প্রথম। পুরস্কার হিসেবে তার ঘরে গেছে একটি রেফ্রিজারেটর।  

নোভা বাংলানিউজকে বললেন, ‘আমরা আট উপস্থাপিকা প্রথমবার একসঙ্গে কুইজ শোতে অংশ নিয়েছি। অনেক আনন্দ করেছি সবার সঙ্গে। সবাই ভাবছিলাম, আমরা একত্র হওয়ায় দেশের কোনো চ্যানেলে অনুষ্ঠান চলছে না! এ নিয়ে সবাই হেসেছি। ’

আরেক উপস্থাপিকা আমব্রিন জানালেন, সবাইকে সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। গান, চলচ্চিত্রসহ নানা বিষয়ে প্রশ্ন এসেছে তাদের সামনে। তিনি বলেন, ‘প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় না হতে পারলেও ভালো লাগছে কুইজ শোতে অংশগ্রহণ করেছি। সবার সঙ্গে দেখা হয়ে মনে হচ্ছিলো মিলনমেলা। ’

শুক্রবার (১৯ আগস্ট) রাতে এফডিসির তিন নম্বর ফ্লোরে এর চিত্রায়ন হয়েছে। বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘টিম পয়েন্ট’। উপস্থাপনা করেছেন এহতেশাম। প্রযোজনায় নাহিদ আহমেদ বিপ্লব।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএমএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।