ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

শশী যখন শেফালী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
শশী যখন শেফালী ‘শেফালী’ নাটকে শশী

কৃষক বাবা ও গৃহিনী মায়ের একমাত্র মেয়ে শেফালী। হানিফের সঙ্গে ওর ভালোবাসার সম্পর্ক।

ছেলেটি শেফালীর বাবার সঙ্গে জমি চাষ করে। পাশাপাশি হাডুডু খেলে বেড়ায়। এক সময় গ্রামের চেয়ারম্যানের নজর পড়ে শেফালীর ওপর। তিনি হানিফ আর শেফালীর সম্পর্ক মেনে নিতে পারেন না। ষড়যন্ত্রের জাল বিস্তার করতে শুরু করেন চেয়ারম্যান।   

হানিফকে গ্রাম থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগেন তিনি। অন্যদিকে তার প্রতিবন্দী ছেলে উজ্জ্বলও শেফালীকে পছন্দ করে। বাবার চোখ রাঙানির কাছে হার মানে সে। এক পর্যায়ে শেফালীর মাকে বোঝাতে সক্ষম হন চেয়ারম্যান। অর্থ-বিত্ত ও ক্ষমতার কথা ভেবে তার কাছে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যান শেফালীর মা। কিন্তু প্রতিবাদী হয়ে ওঠেন শেফালীর বাবা- এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘শেফালী’।  

নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শশী। আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় এতে আরও আছেন শ্যামল মওলা, শামীম জামান, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শেলী আহসান প্রমুখ। ২১ আগস্ট থেকে প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে ‘শেফালী’ নাটকটি।


বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।