ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ বছর ধরে কিরা নাইটলির মাথায় পরচুলা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
পাঁচ বছর ধরে কিরা নাইটলির মাথায় পরচুলা  কিরা নাইটলি

আশঙ্কাজনকভাবে চুল পড়ার পর থেকে পরচুলা পরা শুরু করেন হলিউড অভিনেত্রী কিরা নাইটলি। এ ছাড়া তার উপায়ও ছিলো না।

৩১ বছর বয়সী এই ব্রিটিশ তারকা জানান, অভিনয়ের জন্য প্রস্তুতি নিতে গিয়ে বিরূপ প্রভাব পড়ায় তার চুলও পড়তে শুরু করে!

‘বিগিন অ্যাগেইন’ অভিনেত্রী কিরা বলেছেন, ‘বিভিন্ন ছবিতে কাজ করতে গিয়ে যতো রঙ আছে প্রায় সবই লাগিয়েছি চুলে। এই পদ্ধতি মোটেই ভালো হয়নি। এ কারণে আমার মাথা থেকে চুল পড়তেই থাকে! তাই পাঁচ বছর ধরে পরচুলা ব্যবহার করছি। ’

এখন চুলের উন্নতি হলেও কোঁকড়া হওয়ায় হিমশিম খাচ্ছেন কিরা। তিনি যোগ করে বলেন, ‘আমার চুল এমনিতে পাগলাটে! মা হওয়ার পর দশগুণ ঘন হয়ে গেছে এগুলো। ফলে এখন চুলে জট বেঁধে যায়।  

গত বছরের মে মাসে কন্যাসন্তানের মা হন কিরা। তার স্বামী জেমস রাইটন পেশায় সংগীতশিল্পী। দুই বছর প্রেমের পর ২০১৩ সালে ঘর বাঁধেন তারা। তাদের মেয়ের নাম এডি।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।