ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কে সাবিলার মা, সুবর্ণা নাকি মৌ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
কে সাবিলার মা, সুবর্ণা নাকি মৌ? (বাঁ থেকে) তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, সুবর্ণা মুস্তাফা ও সাবিলা নূর

সাবিলা নূরের মা সাদিয়া ইসলাম মৌ। মেয়েটির বাবা তারিক আনাম খান।

সব ভালোই চলছিলো। পারিবারিকভাবে প্রেমিক নিরবের সঙ্গে বিয়ে ঠিক হয় তার। বিয়ের দু’দিন আগে বাড়িতে আগন্তুক হিসেবে হাজির হন সুবর্ণা মুস্তাফা। সবাইকে চমকে দিয়ে নিজেকে সাবিলার মা হিসেবে দাবি করেন তিনি। এতোদিনের সবকিছু কি তাহলে মিথ্যে?

‘সাইরেন’ টেলিছবিতে পাওয়া যাবে এই কাহিনি। গল্পটি মূলত মা-মেয়ের সম্পর্ককে ঘিরে। একটি পরিবারের নানা অজানা দিকের টানাপোড়েন রয়েছে এখানে।  এতে মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিন প্রজন্মের তিন অভিনেত্রী সুবর্ণা, মৌ ও সাবিলা।  

টেলিছবিটি প্রসঙ্গে সাবিলা বাংলানিউজকে বললেন, ‘এ নাটকের মাধ্যমেই প্রথম সুবর্ণা ম্যাম ও মৌ ম্যামের সঙ্গে কাজ করছি। এজন্য বেশ ভালো লাগছে। নিরব ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গুণী অভিনয়শিল্পীদের এতো আন্তরিকতা পাবো ভাবতে পারিনি। চরিত্রটির প্রয়োজনে বউও সেজেছি। কারণ আমার বিয়ের আগের দুই দিনের গল্প এটি। ’

‘সাইরেন’ লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। তিনি বাংলানিউজকে জানান, গত ১৭ আগস্ট থেকে গাজীপুর, উত্তরখানসহ উত্তরার শুটিং হাউজে টেলিছবি ‘সাইরেন’-এর দৃশ্যধারণ হয়েছে। শনিবার (২০ আগস্ট) শেষ দিনের মতো উত্তরার একটি বাড়িতে চিত্রায়ন হচ্ছে। ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে টেলিছবিটি।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।