ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

সেঞ্চুরি করলো ‘রুস্তম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সেঞ্চুরি করলো ‘রুস্তম’

১০০ কোটি রুপি আয়ে চলতি বছরে হ্যাটট্রিক করলেন বলিউড তারকা অক্ষয় কুমারের। তার অভিনীত ‘রুস্তম’ মুক্তির ৯ দিনে এই ক্লাবে ঢুকলো।

টিনু সুরেশ দেশাই পরিচালিত ছবিটি মুক্তি পায় গত ১২ আগস্ট। এখন পর্যন্ত এর আয় হয়েছে ১০১ কোটি ৫৬ লাখ রুপি।

এ বছর অক্ষয়ের ‘এয়ারলিফট’ (১২৯ কোটি) ও ‘হাউসফুল থ্রি’ (১০৯ কোটি) ছবি দুটিও ১০০ কোটির ক্লাবে ঢুকেছে। এ নিয়ে এই বিশেষ জায়গায় তার ছবির সংখ্যা দাঁড়ালো ছয়ে। এর মধ্যে ‘রুস্তম’ই সবচেয়ে কম সময়ে এতে যুক্ত হলো। অন্য তিনটি ছবি হলো ‘রাউডি রাঠোর’ (১৩৩ কোটি), ‘হাউসফুল টু’ (১১৬ কোটি) ও ‘হলিডে’ (১১৩ কোটি)।

অক্ষয়ের মতো শাহরুখেরও সমানসংখ্যক ছয়টি ছবি আছে ১০০ কোটির ক্লাবে। এদিক দিয়ে তাদের চেয়ে অনেক এগিয়ে সালমান খান। তার সর্বোচ্চ ১০টি ছবি ১০০ কোটি রুপি আয় করেছে।

নানাবতি মামলার সত্যি ঘটনা নিয়ে নির্মিত ‘রুস্তম’-এ আরও অভিনয় করেছেন ইলিয়েনা ডি’ক্রুজ, এশা গুপ্তা, অর্জন বাজওয়া। তাদের ইলিয়েনা ১০০ কোটির ক্লাবে এর আগে ঢুকেছিলেন ‘বরফি!’র মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।