ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

জেমসের গান নিয়ে ‘উইন্ড অব চেঞ্জ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেমসের গান নিয়ে ‘উইন্ড অব চেঞ্জ’ ‘উইন্ড অব চেঞ্জ’-এর শিল্পী ও কলাকুশলীদের মাঝে জেমস

মঞ্চ পরিবেশনায় নতুনত্ব রাখায় নগরবাউল জেমসের জুড়ি নেই। আন্তর্জাতিক এই রকতারকার গাওয়া চিরচেনা গানগুলো তাই নতুনভাবে ভক্তদের আন্দোলিত করে।

গানবাংলা টিভির আলোচিত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’-এ এবার উপভোগ করা যাবে তার পরিবেশনা।

রোববার (২১ আগস্ট) বাংলানিউজের সঙ্গে আলাপে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানান, ‘উইন্ড অব চেঞ্জ’-এর দ্বিতীয় আসরের জন্য দুটি গান করেছেন জেমস। এগুলো হলো- কবি শামসুর রাহমানের কবিতা অবলম্বনে ‘নগরবাউল’ অ্যালবামের ‘তারায় তারায়’ এবং মারজুক রাসেলের লেখা ‘ঠিক আছে বন্ধু’ অ্যালবামের ‘মীরাবাঈ’। শনিবার রাতে এফডিসির দুই নম্বর ফ্লোরে এর চিত্রায়নে অংশ নেন জেমস ও ভিনদেশি যন্ত্রশিল্পীরা।   

এ আয়োজন নিয়ে জেমসের ভাষ্য, ‘ব্যতিক্রম আয়োজন। বিভিন্ন দেশে পেশাদার শিল্পীদের সঙ্গে গান করে নতুন অভিজ্ঞতা হয়েছে। ’

গানবাংলা টিভির উদ্যোগে ‘উইন্ড অব চেঞ্জ’-এ দেশি-বিদেশি যন্ত্রীদের সঙ্গে দেশের আলোচিত শিল্পীদের পরিবেশনার প্রথম আয়োজনটি আলোচিত ও প্রশংসিত হয়েছে। কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর প্রযোজনায় টিএম প্রোডাকশনের ব্যানারেই তৈরি হয়েছে এর দ্বিতীয় আসরও।  

এবারের আয়োজনেও ভিনদেশি শিল্পীদের মধ্যে আছেন আন্তন দাভিদিয়ান্ত (বেজ গিটার), আনা রাকিতা (ভায়োলিন), নেলি বুবুজেঙ্কা ও মোহিনী দে (বেজ গিটার)। তারা এসেছেন ভারত, রাশিয়া ও লাটভিয়া থেকে। পুরো অনুষ্ঠানে শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করেছেন ভারতের এমটিভি আনপ্লাগড ও এমটিভি কোক স্টুডিওর কুশলীরা।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।