ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

অক্ষয়ের সাফল্যে হৃতিকের অভিনন্দন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
অক্ষয়ের সাফল্যে হৃতিকের অভিনন্দন অক্ষয় কুমার ও হৃতিক রোশন

অক্ষয় কুমারের ‘রুস্তম’ ও হৃতিক রোশনের ‘মহেঞ্জোদারো’ গত ১২ আগস্ট একই দিনে বক্স অফিসে লড়াইয়ে নামে। কিন্তু দুর্ভাগ্য হৃতিকের, সিন্ধু সভ্যতার পটভূমিতে মহাকাব্যিক রোমাঞ্চকর-প্রেমকাহিনি নিয়ে নির্মিত তার ‘মহেঞ্জোদারো’ দর্শকদের মুগ্ধ করতে পারেনি।

তবে ‘রুস্তম’ ঠিকই পেরিয়ে গেছে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক।

নিজের ছবির ফল নিয়ে সন্তুষ্ট না হলেও অক্ষয়ের জন্য হৃতিক খুশি। ‘রুস্তম’-এর সাফল্যে টুইটারে আনন্দ প্রকাশ করেছেন তিনি। ‘ব্যাং ব্যাং’ তারকা লিখেছেন, ‘তোমাকে (অক্ষয় কুমার) আনন্দিত দেখে ভালো লাগছে। তোমার সাফল্য উপভোগ করাটাও একটা প্রতিভা! অন্যের আনন্দে খুশি হওয়াটা অভ্যাসের ব্যাপার। সাবাশ। ’

ছবি দুটি মুক্তির আগেও বড় মনের পরিচয় দিয়ে নিজের ছবি ‘মহেঞ্জোদারো’র পাশাপাশি ‘রুস্তম’-এর প্রচারণা করেন হৃতিক। অক্ষয়ের সঙ্গে বন্ধুত্বের খাতিরে এটা করেছেন বলে জানান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। তিনি তখন টুইটারে লিখেছিলেন, ‘আর মাত্র চারদিন পরেই মুক্তি পাবে ‘মহেঞ্জোদারো’। একই সঙ্গে আসছে ‘রুস্তম’ও। অক্ষয় কুমারের সঙ্গে বন্ধুত্ব করেছি, তাই রক্ষা তো করতেই হবে। ’

এদিকে বলিউডের যেসব তারকা ‘রুস্তম’-এর প্রচারণা করেছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে ইউটিউবের ভিডিও লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অক্ষয়। দেড় মিনিট ব্যাপ্তির এ ভিডিওতে বিছানার ওপর দাঁড়িয়ে ও কোমর দুলিয়ে গানে গানে তিনি জানান, তাদের সবার ছবির প্রচারণা করবেন। ৪৮ বছর বয়সী এই অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘‘এবার আমার পালা। ‘রুস্তম’-এর জন্য সবার ভালোবাসার বিনিময়ে ধন্যবাদ যথেষ্ট নয়। শুকরিয়া। ’’

‘খিলাড়ি’ তারকা সালমান খানের ‘টিউবলাইট’, রণবীর সিংয়ের ‘বেফিকরে’, সোনাক্ষী সিনহার ‘আকিরা’, সিদ্ধার্থ মালহোত্রার ‘বারবার দেখো’, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের ‘বাদরিনাথ কি দুলহানিয়া’ ছবির কথা উল্লেখ করেছেন। ভক্তদেরকেও ধন্যবাদ দিয়েছেন তিনি।

* অক্ষয় কুমারের ধন্যবাদ জানানোর ভিডিও :

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।