ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

অন্যের সুর-সংগীতে এফ এ সুমনের ‘শূন্য ফলাফল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
অন্যের সুর-সংগীতে এফ এ সুমনের ‘শূন্য ফলাফল’ এফ এ সুমন

সংগীতশিল্পী এফ এ সুমন বেছে বেছে গান করছেন। আসছে ঈদুল আজহায় তার কিছু গান প্রকাশ হবে।

এর মধ্যে অন্যতম ‘শূন্য ফলাফল’ নামে তিন গানের একটি ইপি (এক্সটেন্ডেড প্লে)।  

‘শূন্য ফলাফল’-এ গান লিখেছেন প্রদীপ সাহা। বৈচিত্র রাখার জন্য গানের সুর ও সংগীতায়োজন করেননি তিনি। অভি আকাশের সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

‘শূন্য ফলাফল’ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, “প্রদীপ দা’র কথা আর অভির সুরে দারুণ তিনটি গান গাইলাম। খুব ভালো লেগেছে। “

অ্যালবামটি বাজারে আনবে সিএমভি। তারা জানিয়েছেন, ঈদের আগেই গানগুলোর অডিও-ভিডিও আসবে। রেকর্ডিং শেষে এখন চলছে মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসও/জেএইচ​ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।