ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

সবসময় মা হতে চেয়েছিলেন রণবীর সিং!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সবসময় মা হতে চেয়েছিলেন রণবীর সিং!

বলিউড অভিনেতা রণবীর সিং একটি খাবারের ছয় মিনিট দীর্ঘ বিজ্ঞাপনচিত্র ‘রণবীর চিং রিটার্নস’-এ এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন। গত ১৯ আগস্ট এটি মুক্তি পেয়েছে অনলাইনে।

রোহিত শেঠির পরিচালনায় এতে তার বিপরীতে আছেন ‘বাহুবলী’র অভিনেত্রী তামান্না ভাটিয়া।  

রণবীর বলেছেন, ‘বরাবরই মায়ের ভূমিকায় অভিনয় করতে চাইতাম। রোহিতকে ধন্যবাদ, অবশেষে আমার ইচ্ছেপূরণ হলো। ’ এ প্রসঙ্গে পরিচালক রসিকতার সুরে বলেন, ‘ভাগ্যিস রণবীর বলেনি, আমিই ওকে মা বানিয়ে দিয়েছি!’ 

বিজ্ঞাপনে দেখা যায়, জনসাধারণের ত্রাতা হয়ে আসেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা রণবীর। এতে ভরপুর মারামারি, প্রেম, নাচ আর হাতছাড়া করা যায় না এমন কিছু স্পেশাল ইফেক্টসসহ চলচ্চিত্রর সব উপাদান আছে। এতে নিজের মায়ের চরিত্রে রণবীর নিজেই অভিনয় করেছেন। এজন্য বৃদ্ধা সাজতে হয়েছে তাকে। বিজ্ঞাপনটির স্পেশাল ইফেক্টস করা হয়েছে বলিউড তারকা অজয় দেবগণের প্রতিষ্ঠানে।  

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিত শেঠি মন্তব্য করেন, ‘এ ধরনের জিনিস বানাতে হলে কিছুটা পাগলামি দরকার। আমরা কিছুটা হলেও পাগল! সবারই ছবিটি দেখা উচিত। দর্শকদেরকেও এ ধরনের কাজ দেখতে পাগলামি থাকতে হবে। এটা করার আগে অনেক ভেবেছি, করবো? করলে কীভাবে করবো? এরপর রণবীর সিং যোগ দিলো। ও উদ্বুদ্ধ করলো। ও ভালো চিত্রনাট্যকার, কিন্তু এটা কখনও জাহির করে না সে। এই বিজ্ঞাপনের মূল ভাবনা রণবীরের। ’

* ‘রণবীর চিং রিটার্নস’-এর ভিডিও :

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।