ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

আবার আমেরিকা মাতাবেন জেমস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
আবার আমেরিকা মাতাবেন জেমস জেমস, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নগরবাউল জেমসের গানে মেতে উঠবে মার্কিন মুলুক! দুই বছর পর আবার সংগীত পরিবেশনের জন্য আমেরিকায় যাচ্ছেন আন্তর্জাতিক এই রকতারকা।  

জেমসের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বাংলানিউজকে জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলা সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান-বাজনা করবেন তারা।

মার্কিন ও প্রবাসী বাঙালি শ্রোতারা তাদের পরিবেশনা উপভোগ করবেন আগামী ২৮ আগস্ট।  

এজন্য আগামী ২৫ আগস্ট নিজের ব্যান্ডের সব সদস্যকে নিয়ে আমেরিকার উদ্দেশে রওনা দেবেন জেমস। আগামী ১ সেপ্টেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।  

অনুষ্ঠানে জেমস পুরস্কারও পাবেন কি-না জানতে চাইলে ব্যাপারটি সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে উল্লেখ করেন তার ব্যবস্থাপক। তিনি জানান, সবশেষ ২০১৪ সালে আমেরিকায় গাইতে গিয়েছিলেন নগরবাউল। ওইবার দর্শক-শ্রোতারা মেতেছিলেন জেমস উন্মাদনায়। এবারও তেমন হবে বলে আশা করা হচ্ছে।  

* জেমসের গান নিয়ে ‘উইন্ড অব চেঞ্জ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।