ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

রণবীরের মনের কথা কানেই নেননি ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
রণবীরের মনের কথা কানেই নেননি ক্যাটরিনা! ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

বলিউড অভিনেতা রণবীর কাপুর বেশিরভাগ সময়ই অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সবকিছু বলে ভক্তদের হতবাক করে দিয়েছেন তিনি।

নিজের ব্যক্তিজীবন গোপন রাখতেই পছন্দ করেন রণবীর। তবে ভারতের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে ৩০ বছর বয়সী এই তারকা অকপটে জানান, ক্যাটরিনা তার জীবনের সবচেয়ে প্রভাবশালী ও প্রেরণাদায়ী সত্তা। রণবীরের দাবি, ক্যাটের সঙ্গে কখনও ছাড়াছাড়ি হওয়ার কথা বলেননি তিনি।  

রোববার (২১ আগস্ট) জানা গেলো, যুক্তরাষ্ট্রে ‘ড্রিম টিম ট্যুর’-এ থাকা ক্যাটরিনার কাছেও পৌঁছেছে রণবীরের এই হৃদয়ছোঁয়া মন্তব্য। কিন্তু ‘বারবার দেখো’ তারকার মধ্যে নাকি এ নিয়ে উদাসী মনোভাব দেখা গেছে!

রণবীরের এসব কথা শুনে ক্যাটরিনার হাসিও পেয়েছে। যেন এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে গেলো! কথাগুলো কানেই নেননি ভাব করে নাচের মহড়ায় ফিরে যান ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

ব্যক্তিজীবনে রণবীর-ক্যাটরিনার সম্পর্কটা যে মধুর নেই, তা মোটামুটি পরিষ্কার। এর মধ্যেও তারা একসঙ্গে অভিনয় করছেন ‘জাগ্গা জাসুস’-এ। অনুরাগ বসু পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছর।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।