ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

আবারও সাইমনের ছদ্মবেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আবারও সাইমনের ছদ্মবেশ ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে সাইমন সাদিক

ব্যতিক্রম একটি চরিত্র দিয়ে ‘জ্বি হুজুর’-এর মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন সাইমন সাদিক। এরপর বিভিন্ন ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

গ্রাম বা শহুরে তরুণ, সফল বা ব্যর্থ প্রেমিক কিংবা মারকুটে সন্ত্রাসী- সব চরিত্রেই নিজেকে মেলে ধরেছেন সাইমন। আবার গল্পের প্রয়োজনে নারী বা হিজড়া সেজে অভিনয়েও তিনি পটু।  

বাংলানিউজের সঙ্গে আলাপে সাইমন বললেন, ‘দর্শকদের মনে ভালোলাগা তৈরির জন্য কতো কিছুই তো করতে হয়। আমি এটা উপভোগও করি। আড়াই বা তিন ঘণ্টার একটি ছবির একঘেয়েমি কাটাতে হাস্যরসের প্রয়োজন আছে। নতুন ছবিতে নায়িকার কাছে যাওয়ার জন্য আমাকে একটি ছদ্মবেশ (হিজড়া) ধারণ করতে হয়েছে। আমার বিশ্বাস দর্শক এই দৃশ্যটি দেখে দারুণ মজা পাবেন। ’

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’য় হিজড়া সেজেছেন সাইমন। ছোট্ট ও মজার একটি দৃশ্যে তার সঙ্গে থাকছেন পিয়া বিপাশা। কাহিনিতে দেখা যাবে, হিজড়া সেজে পিয়া বিপাশাকে ব্ল্যাকমেইল করতে যান সাইমন। তারপর ঘটে মজার সব কান্ড।

এ সময়ের জনপ্রিয় নায়ক সাইমন জানান, এর আগে ‘পুড়ে যায় মন’ ছবিতে মেয়ে সেজেছিলেন তিনি। মেয়েদের টিমে যোগ দিয়ে ক্রিকেটও খেলেছেন তখন! এ ছাড়া ‘মায়াবিনী’ নামের একটি ছবিতেও হিজড়া রূপে পাওয়া যাবে তাকে। কিন্তু এটি একটু আলাদা। ভৌতিক কাহিনির ছবিটিতে অপঘাতে মৃত এক হিজড়ার আত্মা ভর করে নায়ক সাইমনের ওপর। তাতেই রূপ বদলে যায় তার। তখন সেই হিজড়ার বেশে প্রতিশোধ নিতে শুরু করেন তিনি।  

এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে সাইমন ‘তুই আমার’ ছবির দুটি গানের দৃশ্যধারণের জন্য ভারতে যাচ্ছেন। আগামী ২৭ আগস্ট রওনা দেবেন তারা। তিনি জানালেন, কাজের খাতিরে প্রথমবার ভারতে যাচ্ছেন। সময় পেলে ঘোরাঘুরি করার ইচ্ছাও আছে তার।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।