ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘অগ্নি ৩’-এ মাহি নাকি নতুন কেউ?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
‘অগ্নি ৩’-এ মাহি নাকি নতুন কেউ? ‘অগ্নি ৩’-এর ফার্স্টলুক পোস্টার

আগামী বছরের শুরুতে ‘অগ্নি-৩’ ছবির শুটিং শুরু হবে। এর মধ্য দিয়ে ঢালিউডের প্রথম ফ্রাঞ্চাইজি (একই ছবির দুইয়ের বেশি কিস্তি) ছবি হতে যাচ্ছে এটি।

রোববার (২১ আগস্ট) ‘অগ্নি ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  

নায়িকা প্রধান প্রথম দুই ছবির মতো তৃতীয়টিতে নাম ভূমিকায় থাকছেন তো মাহিয়া মাহি? এমন প্রশ্নের জবাবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এটা এখনও চূড়ান্ত করা হয়নি। মাহি বা নতুন কেউ থাকতে পারেন। সেটা সময়ই বলে দেবে। ’

‘শি ইজ মোস্ট ডেঞ্জারাস ইন দ্য ওয়ার্ল্ড। শি ইজ কামিং অ্যাট ২০১৭। শি ইজ অগ্নি’- এমন কথা লিখে অনলাইনে ‘অগ্নি ৩’-এর ফার্স্টলুক পোস্টার ছাড়া হয়েছে। ছবির নায়িকা কে হবেন এ নিয়ে সবুজ টিক চিহ্ন সংবলিত জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে চলছে জল্পনা। অধিকাংশ মন্তব্যকারী প্রতিষ্ঠানটির বেশকিছু ছবিতে অনুপস্থিত মাহিকেই ‘অগ্নি ৩’-এ দেখতে চান।  

‘অগ্নি’ সিরিজের প্রথম দুই কিস্তির পরিচালক ইফতেখার চৌধুরী। নতুনটিতে তিনি থাকবেন কি-না এ নিয়েও মুখ খোলেননি আব্দুল আজিজ। তিনি জানান, দু’একদিনের মধ্যে পরিচালকের নাম ঘোষণা করা হবে। এর কিছুদিন পর জানা যাবে নায়িকার নাম।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।