ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকাকে নিয়ে গাড়ি দুর্ঘটনায় ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
প্রেমিকাকে নিয়ে গাড়ি দুর্ঘটনায় ডিক্যাপ্রিও লিওনার্দো ডিক্যাপ্রিও ও নিনা আগডাল

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা মডেল নিনা আগডাল গাড়ি দুর্ঘটনার শিকার হলেন। গত ২০ আগস্ট লন্ডনের হ্যাম্পটনসে এ ঘটনা ঘটে।

খবরটি প্রথম প্রকাশ করেছে পেজ সিক্স।

জানা গেছে, প্রেমিকাকে নিয়ে ডিক্যাপ্রিও তার বন্ধুর গাড়ির পেছনের আসনে বসেছিলেন। খবর গসিপ কপের। তবে তাদের কেউ আহত হননি। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এসে পর্যবেক্ষণ করে দেখে সবাই ঠিক আছেন।

অস্কারজয়ী ‘রেভেন্যান্ট’ তারকা ডিক্যাপ্রিওর ঘনিষ্ঠ একটি সূত্র পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেছেন, গাড়ি দুর্ঘটনায় কারও কোনো ক্ষতি হয়নি। প্রত্যেকেই ভালো আছেন।

চলতি বছরের জুলাইয়ে প্রেমের বন্ধনে জড়ান ৪১ বছর বয়সী লিওনার্ডো ও ২৪ বছরের তরুণী নিনা। হ্যাম্পটনসের আগে বাহামাস, মালিবু ও ইবিজা দ্বীপে দু’জনকে একসঙ্গে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।