ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

বাপ্পির অসুস্থতায় পিছিয়ে গেলো ‘সুলতানা বিবিয়ানা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
বাপ্পির অসুস্থতায় পিছিয়ে গেলো ‘সুলতানা বিবিয়ানা’

ঈদে মুক্তির মিছিল থেকে সরে গেলো হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’। প্রস্তুতি নিতে শুরু করলেও আসন্ন ঈদুল আজহায় এটি প্রেক্ষাগৃহে আসছে না।

ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে গত ১৯ আগস্ট ইউটিউবে ছাড়া হয় ছবিটির টিজার। প্রচারণায় সময় দিতে পরিচালক ঈদে প্রচারের জন্য নির্মাণাধীন বেশ কয়েকটি নাটক ছেড়ে দিয়েছেন।

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া ‘সুলতানা বিবিয়ানা’র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ ছবিটির নায়ক বাপ্পির হঠাৎ অসুস্থ হয়ে পড়া।  

পরিচালক হিমেল আশরাফ সোমবার (২২ আগস্ট) বাংলানিউজকে বলেন, ‘ছবির একটি গানের দৃশ্যায়ন এখনও বাকি। এতে বাপ্পিকে নাচতে হবে। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় কাজ পেছাতে হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ’

কাহিনী ও চিত্রায়ন নিয়ে সন্তুষ্ট পরিচালকের আশা, ঈদের পর মুক্তি দিলেও দর্শকরা ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন। তিনি জানান, আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে ‘সুলতানা বিবিয়ানা’।    

‘আমাদের গল্প আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে নির্মিত ছবিটিতে বাপ্পির সঙ্গে জুটি বেঁধেছেন আঁচল। এ ছাড়াও আছেন অমিত হাসান, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে। প্রেমের কাহিনিটি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

* ‘সুলতানা বিবিয়ানা’ ছবির টিজার :

বাংলাদেশ সময় : ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।