ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

কবিগুরুর পাঁচ গানের আয়োজনে তিন চরিত্রে অমৃতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
কবিগুরুর পাঁচ গানের আয়োজনে তিন চরিত্রে অমৃতা

রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি গান নিয়ে সাজানো হলো অভিনয়ভিত্তিক অনুষ্ঠান ‘একটুকু ছোঁয়া লাগে’। এতে থাকছে এক নিঃসন্তান দম্পতির জীবনের পাঁচভাগের গল্প।

তাদের কৈশোর, প্রেম, বিয়ে, সংসার ও বার্ধক্য জীবন ফুটিয়ে তুলে ব্যবহার হয়েছে কবিগুরুর একটি করে গান।  

শুরুতেই দেখা যাবে, পঞ্চাশোর্ধ এক নিঃসন্তান দম্পতি সপ্তাহের একটি দিন পার্কে ছোট ছোট বাচ্চাদের জন্য প্রচুর খাবার নিয়ে আসে। তাদের সঙ্গে সময় কাটায় ও আনন্দ করে। হঠাৎ তাদের মনে পড়ে এই দিনেই ৪০ বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। পার্কের বেঞ্চে বসে তারা জীবনের বিভিন্ন অধ্যায় নিজেদের সঙ্গেই ভাগাভাগি করে। এর মধ্যে একেকটি গানে দেখা যাবে তাদের জীবনের প্রতিচ্ছবি।  

দম্পতিদের কৈশোর জীবন উঠে আসবে রবীন্দ্রনাথের ‘একটুকু ছোঁয়া লাগে’ গানটির মাধ্যমে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার আগেই পরিবারের জন্য তারা একে অপরকে ছেড়ে দূরে চলে গেলে বেজে উঠবে ‘মনে কি দ্বিধা রেখে গেলি চলে’ গানটি।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে একসময় তাদের পুনর্মিলন হয়। বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমের গল্প উঠে আসে ‘মেঘ বলেছে যাবো যাবো’ গানে। এরপর বিয়ের সানাই বাজে তাদের। বিয়ে ও সংসার জীবনের গল্প দেখানো হবে ‘শুন লো শুন লো বালিকা’ গানের মাধ্যমে। সবশেষ গান ‘ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাব’তে দেখা যাবে ছেলেটি দুর্ঘটনায় বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তাদের ভালোবাসার কাছে এটি নিতান্তই ক্ষুদ্র একটি সমস্যা। সবকিছুর উর্ধ্বে তাদের ভালোবাসা।

এ আয়োজনের পাঁচটি গল্পের তিনটিতে শিক্ষার্থী, শিক্ষিকা ও নাচের শিক্ষিকা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অমৃতা খান। এ ছাড়াও আছেন অভিনেতা কাজী আসিফ, জিম ও অনিক।

‘একটুকু ছোঁয়া লাগে’র প্রযোজক জাহাঙ্গীর চৌধুরী বাংলানিউজকে বললেন, ‘অনুষ্ঠানটির মূল বার্তা হলো, জৈবিক সব তাড়নার উর্ধ্বে ভালোবাসাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এখনও বয়স্ক চরিত্রের জন্য কাউকে নির্বাচন করা হয়নি। এক্ষেত্রে জুয়েল আইচ ও বিপাশা আইচকে পাওয়ার চেষ্টা করছি আমরা। ’

সোমবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠানটির দৃশ্যধারণ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর ব্যাপ্তি ২৫ মিনিট। ঈদুল আজহায় এনটিভির পর্দায় প্রচার হবে ‘একটুকু ছোয়া লাগে’।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।