ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

আমেরিকা যাচ্ছেন নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আমেরিকা যাচ্ছেন নিরব ছবি: নুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বের অনেক দেশ ঘুরেছেন চিত্রনায়ক নিরব। এবার তিনি পা রাখবেন মার্কিন মুলুকে।

আগামী ২৮ আগস্ট বাংলা সিনে অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুইন্স কলেজের কোল্ডেন অডিটরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে দেশি টেলিগ্রাফ।

নিরবের পাশাপাশি বাংলাদেশ থেকে যাচ্ছেন নগরবাউল জেমস, মাইলস ব্যান্ড, চিত্রনায়ক ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন, বাপ্পি, অমিত হাসান, কাজী মারুফ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, জান্নাতুল পিয়া, হোমায়রা হিমু, আলিশা প্রধান, অমৃতা খান, শাহনূর, কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা প্রমুখ। ভারত থেকে আসবেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী ও চিত্রনায়িকা পায়েল সরকার।

নিরব বাংলানিউজকে জানালেন, আগামী ২৪ আগস্ট রাতে কিংবা ২৫ আগস্ট আমেরিকার উদ্দেশে রওনা দেবেন তিনি। অনুষ্ঠানে অংশ নিয়ে ও বেড়ানো শেষে ৩ অথবা ৪ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।