ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

১২ বছর পর জেনস সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
১২ বছর পর জেনস সুমন একযুগ আগে আর এখন জেনস সুমন

‘একটা চাদর হবে’- ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে এই গান গেয়ে সংগীতাঙ্গনে রাতারাতি পরিচিতি পেয়ে যান জেনস সুমন। এর আগেপরে বেশকিছু মিশ্র অ্যালবামে গেয়েছিলেন তিনি।

কিন্তু একযুগ ধরে তার নতুন গান বের হয়নি। এ সময়টাতে মঞ্চেই গেয়েছেন তিনি।  

১২ বছর পর আবার অ্যালবামের জন্য গাইলেন জেনস সুমন। এর নাম ‘ফিরে অাসা’। এতে তিনি গেয়েছেন তিনটি। এ ছাড়া কাজী শুভর গাওয়া তিনটি গানও থাকছে।  

অ্যালবামটির সব গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। তার পাশাপাশি এগুলো সুর করেছেন রেজোয়ান শেখ ও মেহতাজ। সংগীতায়োজনে মুশফিক লিটু, রেজয়ান শেখ ও রাফি। ‘ফিরে আসা’ বাজারে আনছে জিসান মাল্টিমিডিয়া।

* ‘একটা চাদর হবে’ গানের ভিডিও : ​

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।