ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘বাহুডোরে’র পর নতুন দুই মিউজিক ভিডিওতে বৃষ্টি ইসলাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
‘বাহুডোরে’র পর নতুন দুই মিউজিক ভিডিওতে বৃষ্টি ইসলাম বৃষ্টি ইসলাম

সংগীতশিল্পী ইমরানের ‘বাহুডোরে’ গানের ভিডিওতে মডেল হয়ে দারুণ সাড়া পেয়েছেন ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী বৃষ্টি ইসলাম। এরই মধ্যে এটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় ২০ লাখ বার।

 

ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় বৃষ্টি উৎসাহিত। এবার নতুন দুটি গানের ভিডিওতে মডেল হলেন তিনি। এর মধ্যে একটিতে তাকে দেখা যাবে এর গায়ক ও সংগীত পরিচালক অদিত রহমানের সঙ্গে।  

এ ছাড়া অদিতের সুর-সংগীতে কলকাতার গায়িকা শুভমিতা ব্যানার্জির গাওয়া ‘তুমিময় হোক সময়’ গানের ভিডিওতে বৃষ্টির সঙ্গে দেখা যাবে সৌমিক আহমেদকে।  

বৃষ্টি বাংলানিউজকে জানালেন, চার দিন ভিডিও দুটির কাজ শেষে শনিবার (২০ আগস্ট) ঢাকায় ফিরেছেন তিনি। দুটি ভিডিওর চিত্রায়ন হয়েছে কক্সবাজারে। এগুলো নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কিছুদিনের মধ্যে এগুলো ইউটিউবে আসবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।