ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘পদ্মাবতী’র জন্য রণবীর সিংয়ের ২০০ দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
‘পদ্মাবতী’র জন্য রণবীর সিংয়ের ২০০ দিন  রণবীর সিং

ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সঞ্জয়লীলা বানসালির নতুন ছবি ‘পদ্মাবতী’তে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের থাকা না থাকা নিয়ে জল্পনা চলছে কিছুদিন ধরে। শোনা যাচ্ছিলো, দীপিকা পাড়ুকোনের স্বামী রাজা রাওয়াল রতন সিং চরিত্রে শহিদ কাপুরের অন্তর্ভুক্তির কারণে নিজের ভূমিকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তিনি।

তাই পরিচালককে পুরো বিবরণ দেওয়ার অনুরোধ জানান ৩১ বছর বয়সী এই তারকা।

এটাকে বানসালি ধৃষ্টতা হিসেবে নিয়েছেন বলে চাউর হয়ে যায়। ফলে তার সঙ্গে রণবীরের কলহের বিষয়টি সামনে আসে। তখন শাহরুখ খান অথবা হৃতিক রোশন তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলেও গুজব রটেছিলো।
যদিও সবই মিথ্যা হয়েছে। রণবীরই ‘পদ্মাবতী’তে থাকছেন।

সম্প্রতি সুইজারল্যান্ডে বেড়িয়ে ভারতে ফিরেছেন রণবীর। গত ২০ আগস্ট বানসালির জুহু কার্যালয়ের বাইরে তাকে দেখা গেছে। ছবিটিতে তাকে দেখা যাবে সুলতান আলাউদ্দিন খিলজি চরিত্রে। মেওয়ারের রানী পদ্মাবতীর প্রতি খিলজির পাগলামিকে ঘিরেই এর গল্প।

বড় বাজেটের ছবিটিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে দাড়ি-গোঁফ বড় রেখেছেন রণবীর। চমকপ্রদ ব্যাপার হলো, সেপ্টেম্বর থেকে চিত্রায়নে অংশ নিতে তাকে ২০০ দিন বরাদ্দ রাখতে বলা হয়েছে। তাই দৃশ্যায়নের জায়গার কাছাকাঠি একটি অ্যাপার্টমেন্টে ওঠার পরিকল্পনা করেছেন তিনি। ‘বাজিরাও মাস্তানি’র বেলায়ও সেট থেকে কয়েক মিনিট দূরত্বে একটি বিলাসবহুল হোটেলে উঠেছিলেন ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’র এই তারকা।

এদিকে শিমিত আমিনের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে রণবীর কাজ শুরু করবেন চলতি বছরের শেষ প্রান্তে। এতে তার বিপরীতে থাকছেন পরিণীতি চোপড়া। রণবীরের হাতে আরও আছে আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’ (বাণী কাপুর)।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।