ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘আমি তো তোদের কাছে টাকা পয়সা চাই না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
‘আমি তো তোদের কাছে টাকা পয়সা চাই না’

১৯৮৬ সালে একটি নাটকের দল গড়েছিলেন জনপ্রিয় অভিনেতা সুব্রত। এর নাম দিয়েছিলেন ঢাকা নাট্যগোষ্ঠী।

এই দলের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মঞ্চনাটক করতে যেতেন টিভি নাটক ও চলচ্চিত্রের ব্যস্ত এবং জনপ্রিয় অভিনয়শিল্পীরা। এই তালিকার প্রথম দিকে ছিলেন অভিনেতা ফরিদ আলী। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এফডিসিতে ফরিদ আলীর তৃতীয় নামাজে জানাজার আগে গুণী এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন সুব্রত ও অন্য শিল্পীরা।

সুব্রত বলেন, “ফরিদ ভাইয়ের কাছে আমি অভিনয় শিখেছি। এখন আর কার কাছে শিখবো? তিনি আমার অভিভাবকও ছিলেন। ২০১০ সাল পর্যন্ত আমার দলের বিভিন্ন নাটকে অভিনয় করেছিলেন। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে আমরা তাকে না জানিয়ে শো করতে যেতাম। পরে টের পেলে খুব অভিমান করতেন। বলতেন, ‘আমি তো তোদের কাছে টাকা পয়সা চাই না, আমাকে নিয়ে যাস না কেনো? এমনও হয়েছে অসুস্থ ফরিদ ভাইকে নিয়েও আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি। তখন তার ছোট ছেলে ইমরানকেও সঙ্গে নিতাম। ”

ফরিদ আলী সম্পর্কে সুব্রত আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন ফরিদ ভাই। অনেকেই জানেন না, বঙ্গবন্ধুর কারণেই শুরুর দিকে এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন তিনি। অবশ্য তখন এই পদটি তৈরি হয়নি। দীর্ঘদিন তিনি এভাবেই সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। ’

সুব্রত জানান, ঢাকা নাট্যগোষ্ঠীর একটি নাটক ছিলো ‘নবাব সিরাজউদ্দৌলা’। এতে মীরন চরিত্রে অভিনয় করতেন ফরিদ আলী। তার অভিনয় দেখে প্রয়াত আনোয়ার হোসেন বলেছিলেন, ‘আমার দৃষ্টিতে মীরন চরিত্রটি ফরিদ আলীর চেয়ে আর কেউ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি। ’

ফরিদ আলী সম্পর্কে অভিনেতা মিজু আহমেদ একটি অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, “একটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন ফরিদ আলী। নাম মনে নেই। ওটার শুটিংয়ে গিয়েছিলাম গাজীপুরের দিকে। শুটিংয়ের ফাঁকে তিনি আমাকে বলছিলেন, ‘অভিনয়ের জন্য টাকা-পয়সা দিতে পারবো না, ভালোবাসা দিতে পারবো। ’ আমি বলেছিলাম, অসুবিধা নেই, তাতেই চলবে। ”  

শিল্পী সমিতির পক্ষে ফরিদ আলীকে শ্রদ্ধা জানিয়েছেন ওমর সানি ও অমিত হাসান। ওমর সানি বলেন, ‘অনেকের মতো আমিও জানতাম না, ফরিদ ভাই এফডিসির এমডির মতো পদে দায়িত্ব পালন করেছেন। যা’ হোক, তার মতো গুণী শিল্পী চলে গেছেন এটা আমাদের জন্য বড় শুন্যতা। ’ অমিত হাসান বলেন, ‘আমরা একজন বড় মাপের শিল্পীকে হারালাম। আমরা তার আত্মার শান্তি কামনা করি। ’

* এফডিসিতে ফরিদ আলীকে শেষ শ্রদ্ধা
প্রয়াত ফরিদ আলীর জন্য গার্ড অব অনার
* অভিনেতা ফরিদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
* ফরিদ আলী আর নেই

বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।