ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

লাভগুরু সজলের সঙ্গে তিন নায়িকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
লাভগুরু সজলের সঙ্গে তিন নায়িকা

প্রেমে ছ্যাঁকা খেয়ে লাভগুরু হয়েছেন সজল। এরপর থেকে ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের সাহায্য করাই তার লক্ষ্য।

এজন্য তিনি পরিচিতি পেয়েছেন লাভগুরু নামে। প্রেমিক-প্রেমিকাদের জন্য তিনি নিবেদিত প্রাণ। নিজের প্রেম নিয়ে কখনও ভাবেন না। তারপরও প্রেম আসে তার জীবনে।

‘ব্রোকেন জোন’ নামের একটি নাটকে প্রেমে ব্যর্থ হয়ে লাভগুরু হিসেবে আবির্ভাব ঘটে সজলের। তবে তাকে নারীদের প্রতি আকৃষ্ট হতে দেখা না গেলেও তিনজন নারী তার জীবনের সঙ্গে জড়িয়ে যায়। তারা হলেন পিয়া বিপাশা, ইশরাত চৈতি রায় ও শম্পা হাসনাইন।

‘ব্রোকেন জোন’ লিখেছেন ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। তিনি বাংলানিউজকে বললেন, ‘রোমান্টিক কমেডি ধাঁচের নাটকটিতে তিন অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে সজলকে। সবাই সজলের প্রেমে হাবুডুবু খায়। সজল প্রেম বিষয়ে সবাইকে সহায়তা করেন। ’

গল্পে দেখা যাবে, ছাত্রী শম্পার প্রেম বিচ্ছেদ জোড়া লাগাতে গিয়ে সজলের পরিচয় হয় ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে পরিচিতি পাওয়া পিয়া বিপাশার সঙ্গে। হঠাৎ পিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েন সজল। তাদের মধ্যে সম্পর্ক হয়ে ওঠার আগেই শম্পা প্রেমের প্রস্তাব দেন সজলকে। সজল যখন পিয়া ও শম্পাকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন ঠিক তখনই তার প্রাক্তন প্রেমিকা চৈতি সামনে এসে হাজির হয়। সজলকে নিয়ে শুরু হয় তিন তরুণীর প্রতিযোগিতা।

সম্প্রতি উত্তরাসহ ঢাকার বিভিন্ন স্থানে ‘ব্রোকেন জোন’-এর দৃশ্যধারণ হয়েছে। ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
জেএমএস/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।