ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

মায়ের গর্ভে থাকতেই অভিনয় করতে চেয়েছেন কারিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
মায়ের গর্ভে থাকতেই অভিনয় করতে চেয়েছেন কারিনা!

অবশেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো, ‘বীরে ডি ওয়েডিং’ ছবিতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সন্তানসম্ভবা হওয়ার কারণে তিনি এতে অভিনয় করতে চাইছেন না এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো।

তার শরীরটাও নাকি ভালো যাচ্ছে না।  

এসব কথা শুনে হেসেছেন প্রযোজক রিয়া কাপুর (অনিল কাপুরের কন্যা ও সোনম কাপুরের বোন)। তিনি জানিয়েছেন, কারিনাকে ছাড়া ছবিটি হবেই না। এ বছরের অক্টোবর থেকে তিনি শুটিং করবেন। রিয়া ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘সব পুরোপুরি মিথ্যা। কারিনা অবশ্যই এ ছবিতে থাকছেন। অক্টোবরে ও আগামী বছরের শুরুতে তিনি এর কাজ করবেন। ’

সোমবার (২২ আগস্ট) এক অনুষ্ঠানে ছবিটি প্রসঙ্গে কারিনার কাছে ভারতীয় সাংবাদিকরা জানতে চাইলে তিনিও গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, ‘‘অক্টোবরে আমরা ‘বীরে ডি ওয়েডিং’-এর শুটিং শুরু করবো। এরপর মা হয়ে আবার এর কাজে নেমে পড়বো। আমি অবশ্যই ছবিটিতে কাজ করবো। কীভাবে ও কখন কাজটা হতে পারে তা নিয়ে এখন কথা বলছি আমরা। সুস্থ বোধ করলেই কাজটা শুরু করবো। যদিও অন্য কর্মঠ নারীদের মতো আমারও কাজে থাকতে ভালো লাগে। ’’

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানির পর এবারই প্রথম সাংবাদিকদের সামনে এলেন কারিনা। পাক্কা ৪০ মিনিট দাঁড়িয়েই সব প্রশ্নের উত্তর দেন তিনি। যদিও আয়োজকরা তাকে বসার অনুরোধ জানিয়েছিলেন।  

সন্তানসম্ভবা হওয়ায় স্বাভাবিকভাবে শারীরিক গড়নও বেড়েছে কারিনার। তবে পর্দায় তা লুকানোর চেষ্টা করবেন না বলে দাবি তার, ‘কিছুই লুকাবো না। কারণ লুকানোর কিছু নেই। যদি নির্মাতাদের অসুবিধা না থাকে আমারও আপত্তি নেই। ’ 

উল্লেখযোগ্য ব্যাপার হলো, ছবিটির দ্বিতীয়ার্ধে কারিনার চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর। তাই প্রথম ভাগে তার ক্রমবর্ধমান শারীরিক গড়ন নির্মাতারা লুকিয়ে রাখবেন। রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটির গল্প চার নারীকে ঘিরেই। দিল্লি থেকে ইউরোপে যায় তারা।  

‘বীরে ডি ওয়েডিং’ ছবিতে আরও অভিনয় করবেন সোনম কাপুর, সারা ভাস্কর ও শিখা তালসানিয়া। পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে ছবিটির দৃশ্যায়ন শুরুর কথা ছিলো।  

এদিকে কারিনার ইচ্ছা, ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় করা। অভিনয়ের প্রতি ভালোলাগার কথা জানিয়ে ‘বজরঙ্গি ভাইজান’-এর অভিনেত্রী বলেন, ‘আমার কাজকে ভালোবাসি। আমার মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকেই অভিনেত্রী হতে চেয়েছি! তাই ৮০ বছর বয়স পর্যন্ত অভিনয় করে যাবো। ’

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করবেন কি করবেন না সেই প্রসঙ্গে ‘কি অ্যান্ড কা’ তারকা কারিনা বলেন, ‘মা হতে গেলে নারীরা কাজ করতে পারবে না এ ধারণা প্রাচীন। আমি দিনে কাজ করে রাতে বিশ্রাম নিই। স্বাভাবিক জীবনযাপন করি। অন্তঃসত্ত্বা হয়েছি তো কী হয়েছে? বুঝতে পারছি না এটাকে কেনো বাধা মনে করা হচ্ছে। যদি চরিত্র যুতসই হয়, অবশ্যই কাজ করবো। ’

শোনা যাচ্ছে, ল্যাকমে ফ্যাশেন উইকের গ্র্যান্ড ফিনালের দিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাক পড়ে রাম্পে হাঁটবেন কারিনা। প্রতি বছর এই আয়োজনের সমাপনীতে তিনিই থাকেন মূল শোস্টপার।  

এ বছরের ডিসেম্বরে প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন পতৌদির বেগম কারিনা। তার স্বামী সাইফ আলি খানের আগের সংসারে এক পুত্র ও এক কন্যা আছে। ছোট নবাবের মন্তব্য, ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ছবির ‘ইয়ে মেরা দিল’ গানে কারিনাকে দারুণ আবেদনময়ী লেগেছে। তিনি বলেন, ‘এ গানে আমার হেয়ারস্টাইল ওর খুব আকর্ষণীয় লেগেছে। গানটিতে আমার ওজন বেশি দেখালেও আবেদনময়ী মনে হয় ওর। এটাই আমার পাওয়া সেরা প্রশংসা। ’

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।