ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

মিউজিক ভিডিও বানাবেন চলচ্চিত্র নির্মাতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
মিউজিক ভিডিও বানাবেন চলচ্চিত্র নির্মাতারা

আমজাদ হোসেন, কাজী হায়াৎ, মতিন রহমান ও সোহানুর রহমান সোহান- কালজয়ী বিভিন্ন চলচ্চিত্র তৈরির কারিগর তারা। জনপ্রিয় এই নির্মাতারা এবার আসছেন নতুন পরিচয়ে।

নজরুলের চারটি গানের মিউজিক ভিডিও পৃথকভাবে পরিচালনা করবেন তারা।  

খোঁজ নিয়ে জানা গেছে, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার গাওয়া চারটি গানের মিউজিক ভিডিও তৈরি হবে। আমজাদ হোসেন, কাজী হায়াৎ, মতিন রহমান ও সোহানুর রহমান সোহানের কাঁধে পড়েছে এই দায়িত্ব।  

ভিডিওগুলোতে মডেল হিসেবে পাওয়া যাবে তারকা মডেলদের। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকীতে আগামী ২৭ আগস্ট চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে এই চারটি মিউজিক ভিডিও।

চার চলচ্চিত্র নির্মাতার মিউজিক ভিডিও নির্মাণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে থাকবেন সংশ্লিষ্ট চার নির্মাতা, শিল্পী ও মডেলরা। আরও থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।