ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

নায়িকার আংটি হয়ে গেলো প্রপস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
নায়িকার আংটি হয়ে গেলো প্রপস!

ছোট পর্দার এ সময়ের অভিনেতা মিশু সাব্বির ও সালমান মুক্তাদির, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী সামিয়া সাঈদ ও অভিনেত্রী রাহা তানহা খান একসঙ্গে অভিনয় করলেন ‘পার্শ্ব প্রতিক্রিয়া’ নামের একটি নাটকে। এর আংটিবদল দৃশ্যকে ঘিরে হয়ে গেলো আরেক নাটক!

আগে গল্পটা জানা যাক।

এতে সারা চরিত্রে সামিয়া আর ফারহানের ভূমিকায় অভিনয় করেছেন সালমান। সারা ও ফারহানের প্রেমের সম্পর্ক অনেকদিনের। দু’জনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার জন্য পরিবার থেকে বাগদানের আয়োজন করা হয়। কিন্তু বিপত্তি ঘটে আংটি নিয়ে। সেটা হারিয়ে যায়। তারপর পরিবার ও উভয়ের বন্ধুদের মধ্যে হাতবদল হতে থাকে।

বাগদানের দৃশ্যে হীরার আংটি ব্যবহার হতে হবে। কারণ নাটকে অনেক সংলাপে হীরার আংটির কথা উল্লেখ আছে। কিন্তু আংটি কোথায়? পুরো নাটকের কাজ হয়েছে শুধু আংটির বাক্স দেখিয়ে। ভেতরটা কিন্তু ফাঁকা!

পরিচালক শিকদার রানা ভাবছিলেন কী করা যায়। কিছুক্ষণের মধ্যে রাহা তার আঙুলের হীরার মতো দেখতে আংটি খুলে দেন প্রপস হিসেবে ব্যবহারের জন্য। শেষমেষ ওই আংটি দিয়েই ধারণ করা হলো বাগদান দৃশ্য।

‘পার্শ্ব প্রতিক্রিয়া’ নাটক সম্পর্কে পরিচালক বাংলানিউজকে বলেন,  ‘আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলোকে ঘিরে অনেক ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হয়। এ নাটকে মজার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। ’

এ নাটকে আরও আছেন রুমান রুনি, শামীম হাসান সরকারসহ অনেকে। নাটকটি লিখেছেন মাহফুজুল ইসলাম। আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।