ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

সালাউদ্দিন লাভলুর নায়িকা স্পর্শীয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
সালাউদ্দিন লাভলুর নায়িকা স্পর্শীয়া ‘বাবলু ভাইয়া’ নাটকে সালাহউদ্দিন লাভলু ও স্পর্শীয়া

বয়স ভুলে অভিনেতা-নির্মাতা সালাহউদ্দিন লাভলুর সঙ্গে ঝগড়া করছেন ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়া! তাকে শাড়ি পরতে বলেছেন লাভলু, কিন্তু তিনি তা পরবেন না। এ নিয়েই শুরু হয়েছে কলহ!

এক পর‌্যায়ে লাভলু অসভ্য বলে ফেললেন স্পর্শীয়াকে।

তখন তিনি পাল্টা উত্তর দেন বুড়ো বলে। রেগে গিয়ে লাভলু বলেন, ‘এই বয়সেও এক ঘণ্টার মধ্যে তোমার চেয়ে সুন্দরী ১০০টা বউ এনে হাজির করতে পারি!’ 

স্পর্শীয়াও নাছোড়বান্দা। তিনি বলে দিলেন, ‘১০০টা লাগবে না, পারলে একটা করে নিয়ে আসো। ’ এরপর লাভলু সত্যি সত্যি ছুটলেন বিয়ে করতে। ‘বাবলু ভাইয়া’ নামের একটি নাটকে অসম বয়সের দম্পতির চরিত্রে অভিনয় করলেন তারা। ওপরের দৃশ্যগুলো এরই একটি।  

নাটকটিতে নাম ভূমিকায় আছেন সালাহউদ্দিন লাভলু। আর বাবলুর স্ত্রী টুম্পার ভূমিকায় দেখা যাবে স্পর্শীয়াকে। এবারই প্রথম লাভলুর বিপরীতে অভিনয় করলেন তিনি।

নাটকটি প্রসঙ্গে স্পর্শীয়া বাংলানিউজকে বললেন, ‘সালাহউদ্দিন লাভলুর সঙ্গে কাজ করার আশা ছিলো। এবার সেটা পূর্ণ হলো। তিনি অনেক মজার মানুষ। ’ 

গল্পে স্ত্রীর বয়স অল্প হওয়ায় তাকে নিয়ে বিপাকে পড়েন বাবলু। ছোট বোনের বিয়েতে গ্রামের বাড়িতে যাওয়ার সময় টুম্পা জিন্স প্যান্ট ও টি-শার্ট পরেন। এসব পোশাকে গ্রামের মানুষ নতুন বউকে দেখলে মুখ দেখানো যাবে না বলেই ঝগড়া শুরু হয় তাদের মধ্যে।  

‘বাবলু ভাইয়া’ লিখেছেন কাজী শহীদুল ইসলাম। এটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদুল আজহায় বাংলাভিশনের পর্দায় প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।