ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকায় এসেছে ‘বেন-হার’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ঢাকায় এসেছে ‘বেন-হার’ 

১৯৫৯ সালে রেকর্ডসংখ্যক ১১টি বিভাগে অস্কারজয়ী ‘বেন-হার’ ৫৭ বছর পর রিমেক হলো হলিউডে। গত ১৯ আগস্ট এটি যুক্তরাষ্ট্রে মুক্তি দিয়েছে প্যারামাউন্ট পিকচার্স ও মেট্রো-গোল্ডউইন-মেয়ার পিকচার্স।

 

একই দিন থেকে ছবিটি চলছে ঢাকায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। ১৮৮০ সালে প্রকাশিত লিউ ওয়ালেসের ‘বেন-হার: অ্যা টেল অব দ্য ক্রাইস্ট’ অবলম্বনে এটি পরিচালনা করেছেন তিমুর বেকমামবেতোভ।

গল্পে দেখা যায়, রাজকুমার বেন-হারের বিরুদ্ধে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগ তোলে রোমান সেনাবাহিনীর কর্মকর্তা মেসালা। অথচ তাকে দত্তক নিয়েছিলো রাজকুমারেরই বাবা। রাজত্ব হারিয়ে পরিবার ও প্রেমিকার কাছ থেকে আলাদা হয়ে তাকে দাসত্ব মেনে নিতে হয়। কয়েক বছর সাগরে বিচ্ছিন্ন থাকার পর প্রতিশোধ নিতে মাতৃভূমিতে ফিরে আসে বেন-হার।  

ইতালির রোম শহরে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশনধর্মী ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ তারকা জ্যাক হাস্টন। এ ছাড়াও আছেন টোবি কেবেল, রড্রিগো সানতোরো, নাজানিন বোনাইদি, আইয়েলেত জুরের, মর্গান ফ্রিম্যান, সোফিয়া ব্ল্যাক-ডি’ইলিয়া।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।