ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

বর্ষা ও পুত্রসন্তানকে রান্না করে খাইয়েছেন অনন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
বর্ষা ও পুত্রসন্তানকে রান্না করে খাইয়েছেন অনন্ত বর্ষা ও অনন্ত জলিল

দেশীয় চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত জলিল-বর্ষা। তাদের ঘিরে দর্শকদের নানান কৌতূহল।

পর্দায় অসম্ভবকে সম্ভব করা অনন্ত ব্যক্তিজীবনে স্বামী ও বাবা হিসেবেও অনেক অসম্ভবকে সম্ভব করেছেন!

একমাত্র সন্তান আরীজের জন্য দুধ বানানো, দুধ গরম করা থেকে শুরু করে স্ত্রী বর্ষাকে সংসারের কাজে সহযোগিতা করেন অনন্ত। শুধু তা-ই নয়, পাঁকা রাধুনী বর্ষাকে বেশ ক’বার রান্না করেও খাইয়েছেন অনন্ত।  

‘কেমিস্ট্রি’ নামের একটি ঈদ আয়োজনে অংশ নিয়ে হাঁড়ির খবর জানালেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা। এখানে অনন্ত জানিয়েছেন তার প্রকৃত বয়স ৩৯ বছর! বর্ষা জানান, তার প্রকৃত নাম খাদিজা। স্ত্রীকে ভালোবেসে এ অনুষ্ঠানে গানও গেয়েছেন অনন্ত।

সঞ্চালক রুমানা মালিক মুনমুনের প্রথম শর্তই ছিলো, অনন্ত-বর্ষার না জানা কথা, না বলা কথা দর্শকদের জানাতে হবে। সে শর্ত মেনেই গল্পচ্ছলে তারা জানান, চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের আগেই তাদের প্রেম হয়েছিলো। চলচ্চিত্র ও ব্যক্তিজীবনের নতুন কিছু পরিকল্পনা আর স্বপ্নের কথাও জানান তারা।  

আসছে ঈদের চতুর্থ দিন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘কেমিস্ট্রি’। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সাইফুল ইসলামের প্রযোজনায় তৈরি হয়েছে অনুষ্ঠানটি।
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।