ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

রাজ্জো থাকলে আমিও থাকবো : সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
রাজ্জো থাকলে আমিও থাকবো : সোনাক্ষী সোনাক্ষী সিনহা

সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘দাবাং থ্রি’ ছবিতে সোনাক্ষী সিনহা থাকবেন কি-না তা নিয়ে চলছে জল্পনা। এর মধ্যে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী জানালেন, এই সিরিজের আগের দুটি ছবিতে তার অভিনীত রাজ্জো চরিত্রটি এবারও থাকলে তিনিই এতে অভিনয় করবেন।

 

২০১০ সালে ‘দাবাং’-এর মাধ্যমে অভিনেতা-রাজনীতিবিদ সোনাক্ষীকে বলিউডে নিয়ে আসেন সালমান। অ্যাকশন ও মসলাদার বিনোদনে ভরপুর ছবিটির সুবাদে খ্যাতি পেয়ে যান তিনি।  

নির্মাতারা ‘দাবাং’-এর তৃতীয় কিস্তি নির্মাণের প্রক্রিয়া শুরুর পর থেকে শোনা যাচ্ছে, সোনাক্ষী এবার থাকছেন না। তিনি বলছেন, “চিত্রনাট্যটা এখনও তৈরি হয়নি। এ নিয়ে এখনও কাজ চলছে। ‘দাবাং টু’তে আমার চরিত্রটি মরেনি। রাজ্জো সবসময় রাজ্জোই থাকবে। যদি এ চরিত্র সিরিজটিতে থাকে, তাহলে আমিই অভিনয় করবো। ”  

‘লুটেরা’ তারকা নতুন কিস্তিটিতে অতিথি শিল্পী হতেও রাজি। তিনি বলেন, ‘যদি আমাকে অতিথি চরিত্রে প্রয়োজন হয় তাদের, তাহলেও আমি কাজটা করবো। ’ তিনি মনে করেন, ‘দাবাং’ই তাকে লাইমলাইটে নিয়ে এসেছে। তার ভাষ্য, ‘আমি যেখানে পৌঁছেছি, এর কারণ ‘দাবাং’ ও ছবিটির আমার অভিনীত চরিত্রের সুবাদে। এটা আমার প্রথম ছবি আর প্রথম চরিত্রের প্রতি সবসময় ঋণী থাকবো। ’ 

সোনাক্ষী জানান, প্রযোজক-পরিচালক আরবাজ খান ও কিংবা সালমান কেউই তার সঙ্গে ‘দাবাং থ্রি’ নিয়ে এখনও কথা বলেননি। তার কথায়, ‘অনেক জল্পনা চলছে। একদিন লেখা হচ্ছে আমি কাজটা করছি। অন্যদিন বলা হচ্ছে ছবিটিতে আমি নেই। এ ছবি নিয়ে সালমান ও আরবাজের কারও সঙ্গে এখনও কোনো কথা হয়নি। কারণ চিত্রনাট্যই তো তৈরি হয়নি। তাই আমার অনুরোধ, অনুমান নির্ভর খবর লেখা থামান। সময় হলে প্রযোজক আরবাজই সব বলবেন। ’ 

সোনাক্ষীকে সামনে দেখা যাবে এআর মুরুগাদস পরিচালিত ‘আকিরা’য়। এ ছবিতে তার সহশিল্পী অনুরাগ কাশ্যাপ ও কঙ্কনা সেন শর্মা। ফক্স স্টার স্টুডিওসের পরিবেশনায় এটি মুক্তি পাবে আগামী ২ সেপ্টেম্বর।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।