ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

সঞ্জয়ের বাবা হবেন আমির খান!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
সঞ্জয়ের বাবা হবেন আমির খান! সঞ্জয় দত্ত ও আমির খান

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবি নির্মাণ করছেন রাজকুমার হিরানি। এতে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

এসব পুরনো খবর। চমকপ্রদ ব্যাপার হলো, ‘মুন্না ভাই’খ্যাত এই তারকার বাবা সুনীল দত্তের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আমির খানকে।

এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, সঞ্জয় দত্ত ও আমির খান বেশ ভালো বন্ধু। এ ছাড়া মিস্টার পরফেকশনিস্টকে নিজের পরিবারের একজনও মনে করেন সঞ্জু। দিনের শেষে এটাও বিবেচনায় আসছে যে, আমিরের ব্যক্তিত্ব সুনীল দত্তের সঙ্গে মিলছে কি-না।  

সম্প্রতি ৫১ বছর বয়সী আমির জানিয়েছেন পর্দায় তিনি সুনীল দত্তের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন। দেখা যাক রণবীর কাপুরের বাবার চরিত্রে আমিরকে কতোটা মানায়। দুজনের ভক্তদের জন্যই বিষয়টি উপভোগ্য হবে নিশ্চয়ই!  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
বিএসকে/এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।