ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টাকা বিলিয়ে দিচ্ছেন চঞ্চল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
টাকা বিলিয়ে দিচ্ছেন চঞ্চল!

কয়েক শত কোটি টাকার মালিক ছিলেন শিল্পপতি আমজাদ খান। তবু আরও টাকার জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল।

হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।  

বাবার এই অকাল মৃত্যুর পর ব্যবসা বাণিজ্যের হাল না ধরে হঠাৎ দার্শনিক হয়ে যায় তার একমাত্র ছেলে আমির খান। তার মনে হয়েছে, একটা মানুষের জীবনে এতো টাকার দরকার নেই। তাই সে টাকা বিলিয়ে দিতে শুরু করে।  

‘মানি ইজ প্রবলেম’ ধারাবাহিক নাটকে দেখা যাবে এই গল্প। এতে আমির খান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়াও আছেন নুসরাত ইমরোজ তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, মুনিয়া ইসলাম প্রমুখ।  

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। আরটিভিতে আসছে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতি রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ‘মানি ইজ প্রবলেম’।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।